দোহালিয়ায় কাঠ মাফিয়া গ্রেফতার, আদালতের নির্দেশে ঠাই জেল হাজতে

পাথারকান্দি : অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চলে নির্বিচারে বনজ গাছ কেটে পাচারের অভিযোগে এক কাঠ মাফিয়াকে হাতেনাতে আটক করে দোহালিয়া বন বিভাগ। পরে তাকে গ্রেফতার করে পেশ করা হয় করিমগঞ্জ বিচারবিভাগীয় আদালতে।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে দোহালিয়ার বাদশাহি রিজার্ভের বিভিন্ন স্থানে বনজ গাছ কেটে পাচারে জড়িত রয়েছে একটি দুষ্টচক্র। এমন খবরে বনাঞ্চলে রুটিন টহল দিচ্ছে স্থানীয় বন বিভাগ। এতে সাফল্য় আসে।
আজ শনিবার সকালে দোহালিয়া বন বিভাগের একদল কর্মী স্থানীয় সলগই ফরেস্ট বিট এলাকার হৈলামছড়ার ফুলতলি সংরক্ষিত বনাঞ্চলে হানা দিয়ে বৃক্ষ ছেদনে ব্য়স্ত এক কাঠ মাফিয়াকে হাতেনাতে আটক করেন। আটক বন মাফিয়াকে হানিফ আহমেদ বলে শনাক্ত করা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি কাঠ কাটার কুঠার বাজেয়াপ্ত করেছেন বন কর্মীরা।
এদিনই তাকে করিমগঞ্জে সিজেএম আদালতে তোলা হলে আদালতের নির্দেশে ধৃতের ঠাই হয় জেল হাজতে।