Barak Valley

দোহালিয়ায় বন বিভাগের হাতে আটক বনদস্যু

পাথারকান্দি : দুদিনের মাথায় আরও এক বনদস্যুকে আটক করতে সক্ষম হলেন দোহালিয়ার বন কর্মীরা৷ শুক্রবার কাকভোরে গোপন খবরের ভিত্তিতে দোহালিয়া ফরেস্ট রেঞ্জের রেঞ্জার প্রণব কলিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ বারই, বনকর্মী দিলোয়ার হোসেন সহ প্রটেকশন টিমের কর্মীরা স্থানীয় বৈঠাখাল সাব ফরেস্ট বিট এলাকার মধুরবন্দ সংরক্ষিত বনাঞ্চলের পিংছড়া এলাকায় হানা দিয়ে স্টিফেন খংলা (৫৫) নামের এক বনদস্যুকে হাতেনাতে আটক করেন৷ ধৃতের পিতার নাম প্রয়াত শিলংপ্রসটেড খংলা৷ বাড়ি স্থানীয় পিংছড়ায় পুঞ্জিতে৷

দোহালিয়া ফরেস্ট রেঞ্জার প্রণব কলিতা এ অভিযান সম্পর্কে জানান, বন বিভাগের জমি জবরদখল করে অবৈধভাবে পান চাষ করা হচ্ছে, দীর্ঘদিন ধরে এমন অভিযোগ রয়েছে বন বিভাগের কাছে৷ এ অভিযোগের ভিত্তিতে তল্লাশিতে নেমে বেশ কয়েকবার অবৈধ পান গাছ ধ্বংস করা হলেও কাউকে ধরা যায়নি৷ এদিন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালালে সফলতা আসে৷

রেঞ্জার প্রণব কলিতা বলেন, বনাঞ্চলে বসবাসরত পাহাড়ি জনজাতিরা নিজেদের ইচ্ছেমত বনাঞ্চল ধ্বংস করে নতুন করে অবৈধভাবে পান চাষ করছে তাদের প্রত্যেককে সরকারি জায়গি ছেড়ে দিতে হবে৷ এদিন ধৃত স্টিফেন খংলাকে মেডিক্যাল পরীক্ষার পর জেলা সিজেএম আদালতে তোলা হলে ঠাঁগ হয় জেলে৷ বনবিভাগের এহেন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ প্রেমীরা৷

Show More

Related Articles

Back to top button