দোহালিয়া বন বিভাগের হাতে গ্রেফতার ২ বনদস্যু
পাথারকান্দি : দোহালিয়া বন বিভাগের বিরাট সাফল্য৷ একের পর এক অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ২ বনদস্যুকে আটক করতে সক্ষম হয়েছে৷ ধৃতরা হল গোপালপুরের আলা উদ্দিন ও মাগুরা পুঞ্জির রিউগমানলাল চরাই৷
জানা গেছে, দীর্ঘদিন ধর দোহালিয়া সংরক্ষিত বনাঞ্চলের ভেতরের বনজ সম্পদ কেটে পাচার সহ অবৈধ বাগান তৈরির কাজে লিপ্ত ছিল আলা উদ্দিন ও রিউগমানলাল চরাই৷ তাদের বিরুদ্ধে বন বিভাগের তদন্তে এমন অভিযোগ প্রমাণিতও হয়৷ এতে বৃহস্পতিবার রাতে দোহালিয়া ফরেস্ট রেঞ্জের কর্তা প্রণব কলিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ বারই ও বনকর্মী দিলোয়ার হুসেন সহ বিশাল CRPF বাহিনী সঙ্গে নিয়ে অভিযুক্তদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন৷ পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়৷ ধৃতদের শুক্রবার মেডিক্যাল চেকআপের পর জেলা সিজেএম আদালতে তোলা হয় এবং পরে সেখান থেকে হাজতে পাঠিয়ে দেওয়া হয়৷