EntertainmentBarak Valley

দ্বিশত আসর পূর্তি করিমগঞ্জ রবিবারের সাহিত্য আড্ডার

করিমগঞ্জ : ২০১০ সালে প্রতিষ্ঠিত ‘রবিবারের সাহিত্য আড্ডা’ করিমগঞ্জের দ্বিশত আসর পূর্তি উদযাপন করল এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে৷ রবিবার, কবি নারায়ণ মোদকের বাসভবনে এক আনন্দমুখর পরিবেশে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷ প্রদীপ প্রজ্বলন করেন বরিষ্ঠ কবি দীপক হোম চৌধুরী, লেখিকা ড. গীতা সাহা, নারায়ণ মোদক, গৌতম চৌধুরী, সৌমিত্র পাল, সুব্রত চৌধুরী প্রমুখ৷

স্বাগত বক্তব্যে কবি নারায়ণ মোদক ও গৌতম চৌধুরী আড্ডার দ্বিশত আসরের যাত্রা পথের বিচিত্র অভিজ্ঞতা ব্যক্ত করেন৷ একই সঙ্গে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আহ্বান রাখেন যেন সবার সহযোগিতায় এই যাত্রা অব্যাহত রেখে আরও বৃহৎ সাহিত্য পরিমণ্ডল সৃষ্টি করা যায়৷ তাঁরা নব প্রজন্মের এগিয়ে আসার সুস্থ প্রবণতাকে সাধুবাদ জানিয়েছেন৷ সংগীত, নৃত্য ও কবিতা মূল্যবান বক্তব্যে আসর প্রাণবন্ত হয়ে ওঠে৷ কেক কেটে সাহিত্য আসরের সূচনা করা হয়৷ সুদীপ ভট্টাচার্যের ‘আনন্দলোকে মঙ্গলালোকে’-র সঙ্গে উপস্থিত সবাই তার কন্ঠ মিলিয়ে পরিবেশকে উজ্জ্বল করে তোলেন৷

একে একে উপস্থিত গুণীজনরা নিজস্ব অভিব্যক্তি প্রকাশ করে আড্ডার যাত্রা পথের প্রগতি কামনা করেন৷ অংশগ্রহণ করেন সন্তোষ দত্ত, শিখা দাশগুপ্ত, গীতা সাহা, বিশ্বনাথ মজুমদার, দীপক হোম চৌধুরী, পি কে রায়, অনুপ কুমার বণিক৷ অসুস্থ শরীর নিয়ে উপস্থিত হয়েছিলেন লেখক নির্মাল্য দাস৷ বক্তব্য ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন বদরপুর থেকে আগত কবি পরিমল কর্মকার৷ আড্ডার নিজস্ব সৃষ্ট সঙ্গীতে সুরারোপ করার প্রস্তাব রাখেন কবি কর্মকার৷ আবৃত্তি ও গানে প্রস্তুত আলেখ্য পরিবেশন করেন চান্দ্রেয়ী দেব, রঞ্জিতা চক্রবর্তী ও ছন্দা দাম৷

এরপর ‘আমার মুক্তির আলোয় আলোয়’ সঙ্গীত পরিবেশন করেন শিপ্রা পুরকায়স্থ৷ ‘অঞ্জলি লহ মোর’ গানটি পরিবেশন করেন সুচরিতা সিনহা৷ আসরের বিশেষ আকর্ষণ হয়ে উঠে গিটার বাজিয়ে মাধব ঘোষের সঙ্গীত পরিবেশন৷ কবিতা পাঠে অংশ নেন গীতা মুখার্জি, প্রতিমা শুক্লবৈদ্য, শিপ্রা পুরকায়স্থ, শিবানি গুপ্ত, সমীরণ চক্রবর্তী, অভিষেক সেন, নারায়ণ মোদক, প্রিন্স দে, শুক্লা মিশ্র, পি কে রায়, দীপক হোম চৌধুরী, সৌমিত্র পাল ও গৌতম চৌধুরী৷

অন্য বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন গোপাল চক্রবর্তী, শুক্লা চন্দ, বন্দনা সেনগুপ্ত, রঞ্জিত কুমার দেব, প্রতীমরাজ ভট্টাচার্য, লক্ষী রানি মোদক প্রমুখ৷ সুদীপ ভট্টাচার্য ও মাধব ঘোষের পরিচালনায় সমবেত সঙ্গীতের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷

Show More

Related Articles

Back to top button