Barak Valley

দ্য কমনার্সের ত্রাণ বন্টন

পি.এন.সি, শিলচর ২ জুন – প্রবল বৃষ্টিপাতের ফলে সমগ্র রাজ্য এবং বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় প্রবল বন্যার সৃষ্টি হয়েছে। বিশেষত কাছার জেলায় হাজার হাজার মানুষ ভিটেহারা হয়েছেন। ক্ষতিগ্রস্ত এই মানুষরা জেলার নিকটবর্তী এলাকা থেকে এসে শহরের বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

রবিবার বরাক ভিত্তিক সামাজিক সংগঠন ‘দ্য কমনার্স’ কাছাড় জেলার ইটখোলা হিন্দি পাঠশালায় আশ্রয় নেওয়া বন্যাক্রান্ত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে। শিবিরে প্রধান ভূমিকা পালন করেন সংস্থার সঞ্চালক তথা শিলচর সিভিল হাসপাতালের চিকিৎসক ডাঃ রোহন বিশ্বাস, জাবেদ আহমেদ তাপাদার এবং উপদেষ্টা পার্থ বিশ্বাস । এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সংস্থার প্রধান উপদেষ্টা হারাণ দে। শিবিরে উপস্থিত প্রায় ৫০ জন বন্যাক্রান্ত ব্যক্তির হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সেদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমনার্সের সদস্য পার্থ দাস, নইম উদ্দিন, বিপ্লব দাস এবং ইটখোলা হিন্দি স্কুলের পক্ষে থেকে রাজকুমারী মিশ্র ও শিবিরের ইনচার্জ সুনিতা বারই প্রমুখ। “আমাদের প্রধান লক্ষ্য হলো ত্রাণ শিবিরের সমস্ত আশ্রিতদের জন্য যথাযথ খাদ্য সামগ্রী, চিকিৎসা সেবা এবং নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করা। এই বেদনাদায়ক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের মানসিক সমর্থন দেওয়াও অত্যন্ত জরুরি,” বলেন ডাঃ বিশ্বাস।

Picture – ইটখোলায় বন্যাক্রান্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন কমনার্সের ডাঃ রোহন বিশ্বাস

Show More

Related Articles

Back to top button