Barak Valley

দ্রুতগামী অল্টোর ধাক্কায় আহত স্কুল ছাত্র, নিলামবাজারে সড়ক অবরোধ

নিলামবাজার : দ্রুতগামী অল্টোর ধাক্কায় আহত স্কুল ছাত্র৷ প্রতিবাদে নিলামবাজার জাতীয় সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের৷ সড়ক অবরোধ মুক্ত করতে গিয়ে পুলিশের সঙ্গে ছাত্রদের ঠেলাধাক্কা৷ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে নিলামবাজার এলাকার ন্যাশনাল একাডমির সম্মুখে থাকা জাতীয় সড়কে৷

জানা গেছে, শুক্রবার দুপুর ২টা নাগাদ নিলামবাজার দলগ্রাম এলাকার ন্যাশনাল একাডমির উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র সাইদুল ইসলাম স্কুল শেষে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে স্কুল থেকে বের হয়৷ ৮ নং জাতীয় সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিল সে৷ এমন সময় করিমগঞ্জগামী একটি অল্টো হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতবেগে এসে সাইদুলকে ধাক্কা মারে৷ উপস্থিত ছাত্রছাত্রীরা সাইদুলকে নিলামবাজার হাসপাতাল, পরে সিভিলে স্থানান্তরিত করা হয়৷ অবস্থা গুরুতর হওয়ায় মেডিক্যালে পাঠানো হয়৷ বর্তমানে তাঁর অবস্থা সঙ্কটজনক৷

এদিকে, দুর্ঘটনার সাইদুলের সহপাঠীরা সড়ক অবরোধ করে বসেন৷ তাদের দাবি প্রশাসনকে জানানো সত্ত্বেও কোন সিগন্যাল বা স্পিড ব্রেকার বসানো হচ্ছে না৷ ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে৷ খবর পেয়ে নিলামবাজার থানার ওসি দ্বীপজ্যোতি মারাকার এসে অবরোধ মুক্ত করতে গেলে তার বাধা দেয়৷ পরে ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে সড়ক অবরোধ মুক্ত করেন৷ পরে নিলামবাজার CO সাজ্জাদ হোসেন ও DSP জেমস সাংগাটে ঘটনাস্থলে আসেন৷

Show More

Related Articles

Back to top button