Barak Valley

ধরিত্রী ফাউন্ডেশনের বৃক্ষরোপণ অভিযানের চারবছর

এইচ এম আমির হোসেন, করিমগঞ্জ : প্রতিটি স্থানে বৃক্ষরোপণের সংকল্প নিয়ে চারবছর অতিক্রম করল করিমগঞ্জের একটি আর্থ সামাজিক সংস্থা ‘ধরিত্রী ফাউন্ডেশন’। গাছ লাগানোর কর্ম এখন নেশায় পরিনত হয়েছে এই ফাউন্ডেশনের কর্মকর্তাদের। কোনো স্থান থেকে গাছ লাগানোর আহ্বান পেলেই গাছের চারা, বাঁশ, তারেরজালি ইত্যাদি সামগ্রী বোঝাই করে ঠেলাগাড়ি নিয়ে ছুটেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিমলেন্দু দে‌। অনেক সময় আবার নিজের কাঁধে করে বাঁশ বহন করতেও দেখা গেছে তাঁকে। এ কর্মে তাঁর কোনো ধরনের লজ্জা অথবা ভয়-ভীতি নেই এবং ক্লান্তও হন না বলে জানান বিমলেন্দু দে‌। সম্প্রতি করিমগঞ্জ মাইজডিহি ও সেটেলমেন্ট এলাকাতেও তাঁর দলবল নিয়ে এরকম বৃক্ষরোপণ কর্মসূচি চালান তিনি। এতে অংশগ্রহণ করে সহায়তার হাত বাড়ান পূর্ত বিভাগের প্রাক্তন সুপারিনটেনডিং ইন্জিনিয়ার রফিক আহমেদ চৌধুরী, একে আজাদ হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জোয়াদুর রহমান চৌধুরী, বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, ঠিকাদার সমছুল হক চৌধুরী, শিক্ষিকা পাপিয়া দে, শিক্ষক তৈয়ীবুর রহমান, সৈয়দ উবায়দুল্লাহ চৌধুরী, প্রাক্তন ইন্জিনিয়ার নাসির উদ্দিন মজুমদার, ব্যবসায়ী মোস্তফা আহমেদ চৌধুরী, আফতার হোসেন চৌধুরী প্রমুখ।

Show More

Related Articles

Back to top button