ধলাইয়ে বজ্রপাতে মৃত্যু ২ তুতো ভাইয়ের, জখম ২ কিশোর
ধলাই : বজ্রপাতে একই পরিবারের ২ কিশোরের মৃত্যু ঘটল পূর্ব ধলাইর গঙ্গানগর ৩য় খন্ড উত্তর বুরঙ্গাবস্তি গ্রামে৷ একই ঘটনায় আরও ২ কিশোর আহত হয়েছে৷ বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে এই মর্মান্তিক ঘটনা ঘটে৷ বজ্রপাতে একই পরিবারের ২ কিশোরের ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ অন্য ২ কিশোর গুরুতর আহত হয়েছে৷
গঙ্গানগর ৩য় খণ্ডের আজিজুর রহমানের ছেলে দিলবার হোসেন (১৭), মতিবুর রহমানের ছেলে রিয়াবুল হোসেন (১৬), আতাবুর রহমানের ছেলে নেকবুল হোসেন (১৪) ও নিজাম উদ্দিনের ছেলে ফারুক আহমেদ (১৪) বাড়ির পাশে ফিশারির পারে একটি টিনের ছাউনিতে বসে ছিল৷ ওই সময় বৃষ্টির সঙ্গে বিকট শব্দে আকাশ থেকে এই টিনের ছাউনিতে বজ্রপাত ঘটে৷ এতে ঘটনাস্থলেই দিলবার ও রিয়াবুলের মৃত্যু ঘটে৷ তাঁরা দু’জন সম্পর্কে তুতোভাই৷ এদিকে, বজ্রপাতে গুরুতর আহত নেকবুল হোসেন ও ফারুক আহমেদকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে SMCH-এ পাঠানো হয়৷ কচুরদম থানার পুলিশ ২ মৃত মরণোত্তর পরীক্ষার জন্য SMCH-এ পাঠিয়েছে৷