Barak Valley
ধৃত সুদখোরদের ঠাঁই হল জেল হাজতে
করিমগঞ্জ : ধৃত সুদখোরদের পাঠানো হল জেল হাজতে৷ মঙ্গলবার পুলিশ সুদখোরদের বিরুদ্ধে জেলায় অভিযান শুরু করে৷ জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১২ জনকে গ্রেফতার করে পুলিশ৷ বুধবার সন্ধ্যায় অভিযুক্তদের করিমগঞ্জ ফৌজদারি আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে পাঠানো হয় জেল হাজতে৷ এদের বিরুদ্ধে ভারতীয় দন্ড বিধির ১২০(বি)/৪২০/৪০৬/৪৬৮ এবং অসম মানি লণ্ডারিং অ্যাক্টের ধারা ১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে৷
খবর অনুযায়ী জেলার মোট ৭টি থানা এলাকায় সুদখোরদের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ৷ অভিযান চলবে বলে জানা গেছে৷ পুলিশ ধৃতদের কাছ থেকে আপত্তিকর বহু নথি বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে৷ এখন পর্যন্ত ধৃতদের মধ্যে রয়েছে করিমগঞ্জ সদর থানা এলাকার ৬, কালীগঞ্জ, বদরপুর ও রামকৃষ্ণনগরের ২, রাতাবাড়ি ও বাজারিছড়ার ১ জন৷