Barak Valley

নগেন্দ্রনাথ তিলকচান্দ মধ্যবঙ্গ বিদ্যালয়ের ১২৫ তম বর্ষ পালনে নভেম্বরে জাঁকালো অনুষ্ঠান

পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ : জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে ১২৫ তম বর্ষ পালন করতে চলেছে করিমগঞ্জ নগেন্দ্রনাথ তিলকচান্দ মধ্যবঙ্গ বিদ্যালয়৷ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে এই বর্যপূর্তি অনুষ্ঠান৷ এ নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ৷ রবিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক দত্তের পৌরোহিত্যে প্রাক্তনীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়৷ এতে বিশ্বরূপ ভট্টাচার্যকে সভাপতি করে উদযাপন সমিতি গঠন করা হয়৷

শহরের সবচেয়ে পুরনো স্কুলের খ্যাতি রয়েছে নগেন্দ্রনাথ তিলকচান্দ মধ্যবঙ্গ বিদ্যালয়ের৷ ১২৪ বছর পার করে নিয়েছে বিদ্যালয়টি৷ দেশের বিভিন্ন প্রান্তে সুনামের সঙ্গে জেলার এই স্কুলের খ্যাতি ছড়িয়েছেন প্রাক্তনীরা৷ রবিবার আয়োজিত সভায় অনুষ্ঠানের রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে৷ অনুষ্ঠান সার্থক করে তুলতে প্রাক্তনীদের পরামর্শ নেওয়া হয়৷

সভায় প্রাক্তনী হিসাবে মতামত তুলে ধরেন বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য৷ বর্ষপূর্তি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু, করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকা ও রাজ্য সরকারের শিক্ষা উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হবে বলে সভায় জানান বিশ্বরূপ ভট্টাচার্য৷

প্রধান শিক্ষক অশোক দত্ত বলেন, আজ বিদ্যালয়ের প্রাক্তনীদের নিয়ে সভা হয়েছে৷ বিশ্বরূপ ভট্টাচার্য সহ DSA সভাপতি অমলেশ চৌধুরী, সুবীর বরণ রায় প্রমুখ উপস্থিত ছিলেন৷ বিশ্বরূপ ভট্টাচার্যকে সভাপতি করে উদযাপন সমিতি গঠন করা হয়েছে৷ এছাড়া অমলেশ চৌধুরী, সুবীর বরণ রায়, ওয়ার্ড কমিশনার শুভ্রকান্তি দাস পুরকায়স্থ, শুভঙ্কর দাস, অভিজিৎ দে-কে নিয়ে ৫ সদস্যের শহর সমিতি গঠন করা হয়েছে৷ মোট ৩ দিন হবে অনুষ্ঠান৷ প্রভাতফেরি, সেমিনার, অঙ্কন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি থাকছে৷ বাংলাদেশ থেকে নাট্যগোষ্ঠী আসছে৷ তাদের সাথে কথা বলে সূচি চূড়ান্ত করা হবে৷

আগামীতে আরও ক’টি বৈঠক অনুষ্ঠিত হবে শহরের বিশিষ্ট নাগরিকদের নিয়ে৷ অনুষ্ঠান সফল করে তুলতে সবার সহযোগিতা কামনা করছেন প্রধান শিক্ষক অশোক দত্ত৷

Show More

Related Articles

Back to top button