নবগীতিকার রজতজয়ন্তী ১১ ও ১২মে
করিমগঞ্জ : করিমগঞ্জের নবগীতিকা সঙ্গীত বিদ্যালয় তাদের রজতজয়ন্তী বর্ষ পূর্তি উদযাপন করছে৷ এ উপলক্ষে আগামী ১১ ও ১২মে বিকাল ৫:৩০ মিনিট থেকে করিমগঞ্জ জেলা গ্রন্থাগার মিলনায়তনে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতায় সাংস্কৃতিক সন্ধ্যা ‘প্রাণময় ২৫’-র আয়োজন করা হয়েছে৷ এ উপলক্ষে নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদিকা পারমিতা পাল বণিক, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত তাঁদের বিদ্যালয় ২৫ বছরে এসে পৌঁছেছে৷ এ উপলক্ষে রজতজয়ন্তী উদযাপনের প্রস্তুতি৷ তিনি আরও জানান শনি ও রবিবার প্রতিদিন নির্ধারিত সময়েই অনুষ্ঠান শুরু হবে৷ এ উপলক্ষে ৫:৩০ মিনিটের সময় প্রদীপ প্রজ্বলন ও অতিথি বরণের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ক্রমান্বয়ে থাকবে উদ্বোধনী নৃত্য, নৃত্যনাট্য ‘কৃষ্ণপ্রিয়া’, গুণীজন সংবর্ধনা, নৃত্যানুষ্ঠান ‘ঋতুরঙ্গ’৷ ছোটদের নৃত্যনাট্য ‘লালকমল নীলকমল’, প্রাক্তনীদের অনুষ্ঠান, আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠান ও পুরোনো বাংলা গানের নৃত্যানুষ্ঠান ‘পুরানো দিনের গান আজও ভরে মনপ্রাণ’৷ রবিবার থাকছে উদ্বোধনী গান ও নৃত্য, ছোটদের নৃত্যনাট্য ‘গোষ্ঠলীলা’, গুণীজন সংবর্ধনা, নৃত্যনাট্য ‘হোরিখেলি’, আমন্ত্রিত প্রাক্তন ছাত্রছাত্রীদের অনুষ্ঠান, সৃজনশীল নৃত্য (হিন্দী) ও সবশেষ নিবেদন লোক আঙ্গিকে নৃত্যের সমাহার ‘ছন্দে জাগো প্রাণ’৷ সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে৷