Barak Valley

নাগ্রায় বসল ২৫০ কেভি ইলেকট্রিক ট্রান্সফরমার

পাথারকান্দি : লোয়াইরপোয়া APDCL কার্যালয়ের অধীনস্থ নাগ্রা বাজার লাগোয়া স্থানে নতুন ২৫০ কেভি ইলেকট্রিক ট্রান্সফরমার চালু হল শুক্রবার বিকেলে৷ এদিন প্রথমে উপস্থিত বিদ্যুৎ কর্মীরা ট্রান্সফরমারের সার্ভিস চালু করেন৷ এতে উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া ব্লক মন্ডল বিজেপির সভাপতি হৃষিকেশ নন্দী, করিমগঞ্জ জেলা কিষান মোর্চার সভাপতি অমিতাভ দে, বাজারিছড়া জিপির এপি সদস্য মাংলেম সিংহ সহ স্থানীয় জনগণ৷ পরে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এক সভায় মিঠুন চন্দ সহ অন্যরা নিজ বক্তব্যে সমষ্ঠির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, হৃষিকেশ নন্দী ও অমিতাভ দে’কে এর জন্য ধন্যবাদ জানান৷

তাঁরা জানান এই জায়গায় একটি ৯৩ কেভির ট্রান্সফরমার ছিল৷ কিন্তু এটি বিকল হওয়ায় চরম সমস্যায় পড়েছিলেন স্থানীয়রা৷ পরে জনগণের দুর্ভোগের কথা জনপ্রতিনিধিদের জানালে বিহিত ব্যবস্থা গ্রহণের তদ্বির করেন তাঁরা৷ পাশাপাশি বিষয়টি বিধায়কের নজরে আনা হয়৷ ফলস্বরূপ মাত্র হাতে গোনা দিন কয়েকের মধ্যে এই অধিক ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার বসানো হল৷ সভায় হৃষিকেশ নন্দী বলেন, বিজেপি দল ও সরকার সর্বদা উন্নয়নে বিশ্বাসী৷ জনগণের পর্যাপ্ত সুবিধা করাই বিধায়কের প্রধান লক্ষ্য৷ বিধায়ক এলাকার গ্রামীণ সড়ক সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন৷

Show More

Related Articles

Back to top button