Barak ValleyEntertainment

নাচে-গানে বসন্ত উৎসব উদযাপন নবগীতিকা সাংস্কৃতিক সংস্থার

করিমগঞ্জ : বসন্ত উৎসব উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শহরের রায়নগরে ভিকম চাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নবগীতিকা সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে অসংখ্য দর্শকের উপস্থিতিতে দোল উৎসব পালিত হয়৷ শিল্পীদের নাচ, গান মিলিয়ে এক আনন্দদায়ক পরিবেশ তৈরি হয়৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. রাধিকা রঞ্জন চক্রবর্তী, পৌর কমিশনার নির্মল বণিক, সহচরীর চেয়ারম্যান সুব্রত দেব প্রমুখ৷ অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে তাই সংস্কৃতিপ্রেমী সকলকে বসন্তের রঙিন শুভেচ্ছা জানান নবগীতিকার অধ্যক্ষা পারমিতা বণিক৷

তিনি জানান, নবগীতিকা সাংস্কৃতিক সংস্থার ৫০ বছর হয়েছে৷ তাই সারা বছর ধরে সুবর্ণ জয়ন্তী বছর পালন করা হচ্ছে৷ রঙের উৎসব মানেই প্রাণের উৎসব৷ প্রতি বছর এইভাবে দোল উৎসব পালন করা হয়৷ এই উপলক্ষে শনিবার বিকেলে শিশু শিল্পী থেকে শুরু করে সব বয়সের শিল্পীদের নিয়ে এক শোভাযাত্রা বের করা হয়৷ শহরের বিভিন্ন রাস্তা শোভাযাত্রা পরিক্রমা করে৷

Show More

Related Articles

Back to top button