Barak Valley
নারীদের সম্মান জানালো করিমগঞ্জ মহিলা কংগ্রেস
করিমগঞ্জ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণির নারীদের সম্মানিত করেছে করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস৷ শুক্রবার এনিয়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে নারীদের সম্মানিত করেন মহিলা কংগ্রেস সভানেত্রী সংঘমিত্রা দাস৷ সম্মান জানানো হয় রবীন্দ্র সদন মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মন্দিরা নন্দী, শিক্ষিকা সম্পা চৌধুরী, আইনজীবী সুমনা চৌধুরী, ক্ষুদ্র ব্যবসায়ী লক্ষী সিনহা সহ পেট্রোল পাম্প কর্মী সবিতা রবিদাস, সিমি রবিদাস ও দিয়া রবিদাসকে৷ এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন মহিলা কংগ্রেসের পিংকি রানি দে, জুমা দাস, বাবলি দেব, রিম্পি মালাকার প্রমুখ৷