নার্সিংহোমের বিরুদ্ধে ডিসি-র দ্বারস্থ এনএসইউআই
করিমগঞ্জ : করিমগঞ্জ শহর সংলগ্ন এক নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারি গাইডলাইন উপেক্ষা করে ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ গেল ডিস্ট্রিক্ট কমিশনার মৃদুল যাদবের কাছে৷ মঙ্গলবার এই অভিযোগ জানান, NSUI-র রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী৷
তাঁর অভিযোগ ১৩ জুলাই ওই নার্সিংহোমে এক শিশুর মৃত্যু হলে বিষয়টি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়৷ সদর থানায় লিখিত অভিযোগও করা হয়৷ অন্যদিকে, গর্দারাশির এক গর্ভবতীকে ২১ জুলাই গিরিশগঞ্জ হাসপাতাল থেকে গভীর রাতে ওই নার্সিংহোমে নিয়ে আসা হয়৷ গিরিশগঞ্জ হাসপাতালের চিকিৎসক রোগীর সিজারিয়ানের পরামর্শ দেন৷ কিন্তু নার্সিংহোমের চিকিৎসক নাকি নর্মাল ডেলিভারির চেষ্টা করেন৷ যার জন্য শিশুর মৃত্যু হয় অভিযোগ করেন শুভজিৎ৷
ঘটনার পর মৃত শিশুর জন্ম দিয়েছেন মহিলা বলে পরিবারকে জানানো হলে পরিবারের লোকেরা উত্তেজিত হয়ে উঠেন৷ শাসকদল বিজেপির মিত্রজোট অগপ-র রাজ্যস্তরের নেতার এক নিকটাত্মীয়ের ওই নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন NSUI-র ওই নেতা৷
অন্যদিকে নার্সিংহোমের বিরুদ্ধে জেলা বিজেপি সভাপতি সহ অন্যদের নীরব ভূমিকার সমালোচনা করেন তিনি৷ শুভজিৎ বলেন, ডিস্ট্রিক্ট কমিশনার তাঁদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন৷