নিখোঁজ ইচাবিলের শ্রমিক বাবুলাল রবিদাস, উৎকণ্ঠায় পরিবার-পরিজন

বাজারিছড়া : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন ইচাবিল চা বাগানের শ্রমিক বাবুলাল রবিদাস ওরফে গাড্ডু (৫০) গত চারদিন থেকে নিখোঁজ।
গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তিনি হাতে একটি দা নিয়ে জঙ্গলে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পায়ে হাঁটা প্রায় দেড় ঘণ্টার দূরত্বে জঙ্গল থেকে তিনি বাঁশ আনতে গিয়েছিলেন, আর ফিরে আসেননি।
গত চারদিন ধরে সম্ভাব্য বিভিন্ন স্থানে তাঁর খোঁজখবর করা হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। এতে তাঁর পরিবার-পরিজনের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
জানা গেছে, নিখোঁজ বাবুলালের স্ত্রী ও তিন সন্তান রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল সাধারণ প্যান্ট-শার্ট। তাঁর উচ্চতা প্রায় পাঁচ ফুট। গায়ের রং শ্যামলা। তাঁকে খুঁজে বের করতে পুলিশ ও বন দফতরের কাছে লিখিতভাবে সহায়তা চেয়েছেন পরিবারের লোকজন।
তাঁকে কোথাও পাওয়া গেলে তাঁকে পুলিশ বা বন বিভাগের হাতে সমঝে দিতে সকলের প্রতি কাতর আবেদন জানিয়েছেন নিখোঁজ বাবুলাল রবিদাস পরিবারবৰ্গ।