Barak Valley

নিট উত্তীর্ণ সাজন সহ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা সর্বধর্ম সমন্বয় সভার

মিনহাজুল আলম তালুকদার, করিমগঞ্জ : সর্বভারতীয় নিট পরিক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ উম্মে কুলসুম জায়গিরদার (সাজন) সহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করল বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা। শনিবার সুতারকান্দি মডেল স্কুলে সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেনের পরিচালনায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিথিদের বরণ করেন মাম্পি দাস পুরকায়স্থ, হাজী নজরুল ইসলাম চৌধুরী, মুজাকির রহমান। কৃতী ছাত্র-ছাত্রীদের অভিনন্দন পত্র সহ উত্তরীয় দিয়ে সম্মান জানান এএসটিসি-র চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ রবীন্দ্র সদন গার্লস কলেজের অধ্যাপিকা ড. তনুশ্রী ঘোষ, প্রাক্তন পরিবেশ কর্তা শ্যামল প্রসাদ চৌধুরী, সঞ্চিতা ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা। খাতা-কলমও একেকটা উপহার স্বরূপ কৃতীদের হাতে তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।

মেধাবী পড়ুয়াদের উৎসাহ প্রদান করে বক্তব্য রাখেন মিশন রঞ্জন দাস, ড. তনুশ্রী ঘোষ, শ্যামল প্রসাদ চৌধুরী। সংবর্ধনা প্রাপ্ত কৃতীরা হলেন- সর্বভারতীয় নিট পরিক্ষায় ৫৮১ নম্বর প্রাপ্ত উম্মে কুলসুম জায়গিরদার, বৃহত্তর ফকিরবাজার অঞ্চলে মাধ্যমিকে সেরা মার্কস প্রাপ্ত অনুষ্কা নাথ এবং উচ্চমাধ্যমিকে রুজিনা তেছনিম চৌধুরী, শাহরিয়া রহমান চৌধুরী, রিনি দেব, রুমানা বেগম চৌধুরী, সুস্মিতা দাস, মাজিদা বেগম চৌধুরী, সুহেদা বেগম চৌধুরী, খালিদা বেগম ও সাহানাজ সুলতানা চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী আবুল হাসনাত চৌধুরী, সঞ্চিতা ভট্টাচার্য, শিক্ষক আবু তাইয়ীব চৌধুরী, ইশরাক আহমদ চৌধুরী, বিলাল আহমেদ চৌধুরী, আব্দুর রকিব চৌধুরী, কামাল হোসেন জায়গিরদার। ‘মানুষ মানুষের জন্য’ সঙ্গীত পরিবেশন করে শিশু শিল্পী সাহিল উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সংবাদ কর্মী বাবুল চন্দ্র রায়, জন্নতুল হক চৌধুরী, জুবেদা বেগম চৌধুরী, অর্পিতা দাস, আমিনা বেগম, ফাতিমা বেগম তাপাদার, আব্দুল হক চৌধুরী, হামিমা আখতার চৌধুরী, সলমা বেগম, ফাতিমা শবনম চৌধুরী, সাইমা হোসেন চৌধুরী, সুহাদা আখতার লস্কর, সাদিয়া সারমিন, রিনা বেগম, খাদিজা বেগম চৌধুরী, ফরিদা পারভীন চৌধুরী প্রমুখ। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

===================
সংস্থার পক্ষে কেন্দ্রীয় প্রচার সচিব ।

Show More

Related Articles

Back to top button