Updates

নিভিয়ার মাগুরায় নৌকাপুজো

নিভিয়া : নিভিয়ার মাগুরাছড়ায় নৌকাপুজোকে কেন্দ্র করে উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে৷ রবিবার থেকে শুরু হয়েছে পুজো৷ চলবে নিয়মমাফিক ৪ দিন ছাড়াও অতিরিক্ত আরও ২/৪ দিন৷ এবার পুজোয় ৯ম তম বর্ষ৷ প্রায় ৭০ ফুট উঁচু ১১ সিড়ি পুজোয় রয়েছে মনসার বিগ্রহ সহ অসংখ্য দেবদেবীর মাটির তৈরি বিগ্রহ৷ মাঘ পঞ্চমীর দিন থেকে শুরু হওয়া পুজানুষ্ঠানকে জাঁকালো করে তুলতে পুজোর লাগুয়া বসছে মেলা ও রকমারি সামগ্রীর দোকানপাট৷ দূরদূরান্ত থেকে বিশাল ভক্তের ঢল নেমেছে অনুষ্ঠানস্থলে৷

Show More

Related Articles

Back to top button