নিলামবাজারে ইয়াবা সহ আটক ২
নিলামবাজার : মাদকের বিরুদ্ধে নিলামবাজার পুলিশের অভিযান অব্যাহত৷ সোমবার রাতে মাদকের বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য পেল আবারও নিলামবাজার পুলিশ৷ নিলামবাজার থানার অন্তর্গত থামুয়া গ্রাম এলাকা থেকে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার নিলামবাজার পুলিশের৷ গ্রেফতার করা হয় জুবের আহমদ ও আসাদুর রহমান নামের ২ পাচারকারীকে৷ বর্তমানে পুলিশি হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে নিলামবাজার পুলিশ৷ গোপন খবরের ভিত্তিতে নিলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার থামুয়াগ্রাম এলাকায় অভিযানে নামেন সেই সময় একটি স্কুটিতে করে মাদক পাচার করতে আসা জুবের আহমদ এবং আসাদুর রহমানকে সন্দেহজনকভাবে আটক করেছে পুলিশ৷ স্কুটিতে তল্লাশি চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট৷ সঙ্গে ২ পাচারকারী জুবের আহমদ এবং আসাদুর রহমানকে আটক করে পুলিশি হেফাজতে নিয়ে যায় নিলামবাজার পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে৷ মাদক নিয়ে নিলামবাজার-থামুয়া এলাকা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷