Barak Valley

নিলামবাজারে গার্লস হস্টেলে ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আত্মহত্যা মানতে নারাজ কিশোরীর পরিবার, তদন্তে পুলিশ, বিতর্কে ন্যাশনাল অ্যাকাডমি

  • রহস্য উদ্ঘাটন করতে পুলিশ সুপারের কাছে জোরালো দাবি
  • একই রুমে ৫ ছাত্রী সহ ২ ওয়ার্ডেন থাকা অবস্থায় কীভাবে ঘটল এমন ঘটনা, প্রশ্ন বিভিন্ন মহলে
  • ময়না তদন্তের পর সন্ধ্যায় ওয়াহিদার নিথর দেহ পরিবারে সমঝে দিল পুলিশ

নিলামবাজার : নিলামবাজারে এক বেসরকারি বিদ্যালয়ের গার্লস হস্টেলে ১০ম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে৷ এটা খুন না আত্মহত্যা ধন্দে পুলিশ৷ ছাত্রীটি আত্মহত্যা করেছে বলে স্কুল কর্তৃপক্ষ দাবি করছে৷ তবে ছাত্রীর আত্মীয়রা সেটা মানতে নারাজ৷ মেয়েটিকে খুন করা হয়েছে বলে তাদের দাবি৷ ঘটনাটিকে ঘিরে বেসরকারি স্কুলে ভূমিকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে নিলামবাজার এলাকায়৷

জানা গেছে, নিলামবাজার এলাকার বেসরকারি স্কুল ন্যাশনাল অ্যাকাডমির গার্লস হস্টেলে বুধবার সাত সকালে ১০ম শ্রেণির এক ছাত্রীর নিজেরই কক্ষে ঝুলন্ত লাশ দেখতে পান হস্টেলের সহপাঠীরা৷ সঙ্গে সঙ্গে তারা চিৎকার চেঁচামেচি শুরু করলে হস্টেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে গিয়ে নিলামবাজার পুলিশকে খবর দেয়৷ খবরটি চাউর হতেই চারদিক থেকে ভিড় জমতে থাকে৷ নিলামবাজারের OC দীপজ্যোতি মালাকার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান করিমগঞ্জের SP পার্থপ্রতিম দাস৷ পরবর্তীতে নিলামবাজারের সার্কল অফিসার তথা ম্যাজিস্ট্রেট সাজ্জাদুর রহমানের উপস্থিতিতে কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জে পাঠিয়ে দেয় পুলিশ৷

এদিকে, ১০ম শ্রেণির ছাত্রীর এই ঝুলন্ত লাশ উদ্ধার হওয়া নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে৷ মাত্র ১৫ বছরের ছাত্রীর কী কারণে এমন পরিণতি হল, তা নিয়ে নানা রহস্য দানা বাঁধছে এলাকায়৷ আশ্চর্যের ব্যাপার, একই কক্ষে অন্য সহপাঠীরা থাকা সত্ত্বেও কীভাবে এই ছাত্রীর মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন উঠছে৷ এর পেছনে প্রেমজনিত কোনও কারণ রয়েছে কি না তা খুঁটিয়ে দেখছে পুলিশ৷

এদিকে, স্কুল কর্তৃপক্ষের দাবি মেয়েটি আত্মহত্যা করেছে৷ তবে কিশোরীর মামা তাজ উদ্দিন এবং কাকা আব্দুল হাই এটাকে আত্মহত্যা মানতে নারাজ৷ তাঁদের দাবি মেয়েটিকে হত্যা করা হয়েছে৷ তারা স্কুল কর্তৃপক্ষকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন৷ ন্যাশনাল অ্যাকাডমি কর্তৃপক্ষের বিরুদ্ধেও নানা অভিযোগ উঠেছে৷ গার্লস হোস্টেলের বৈধতা ও পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলছেন এলাকার জনগণ৷ এলাকার জনগণও এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন৷ হোস্টেলে আবাসিকদের সঠিক খেয়াল রাখা হয়নি বলে অভিযোগ পরিবারের লোকদের৷ ছাত্রীর বাবা বর্হিরাজ্যের আছেন৷ উনি আসলেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে পরিবার সূত্রে জানা গেছে৷ ছাত্রীর মৃত্যুতে স্কুল কর্তৃপক্ষের গাফিলতি আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷

Show More

Related Articles

Back to top button