নিলামবাজারে বাস-লরির সংঘর্ষ, জখম ৩০ জন যাত্রী
নিলামবাজার : মিনিবাস ও লরির ভয়াবহ সংঘর্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন৷ এদের মধ্যে ১০ জন যাত্রীর অবস্থা গুরুতর৷ আহত যাত্রীদের মধ্যে অধিকাংশই শিক্ষক-শিক্ষিকা৷ ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে নিলামবাজার এলাকার নয়াগ্রামে ৮ নং জাতীয় সড়কে৷
জানা গেছে, শুক্রবার দুপুর ২টা নাগাদ করিমগঞ্জ অভিমুখী ১টি যাত্রীবোঝাই মিনিবাস নিলামবাজার এলাকার নয়াগ্রামে আসার পরই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ প্রত্যক্ষদর্শীদের মতে, করিমগঞ্জ অভিমুখী যাত্রী বোঝাই মিনিবাস নিলামবাজার এলাকার নয়াগ্রামে আসার পরই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ প্রত্যক্ষদর্শীদের মতে, করিমগঞ্জ অভিমুখী যাত্রী বোঝাই মিনিবাসটি নয়াগ্রামে আসতেই সামনে থাকা পর পর ৪টি লরি হঠাৎ ব্রেক কষে৷ হঠাৎ ব্রেক কষায় মিনি বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ১টি লরিকে সজোরে ধাক্কা মারে৷ সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে, মিনি বাসটির সামনের দিকটা পুরোপুরি মুচড়ে যায়৷ চালক স্টিয়ারিং-র নিচে চাপা পড়ে গুরুতর জখম হন৷
পাশাপাশি সংঘর্ষের ফলে গাড়িতে থাকা প্রত্যেক যাত্রী জখম হয়েছেন৷ স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়ির ভেতর থেকে এক এক করে মোট ৩০ জন যাত্রীকে উদ্ধার করে নিলামবাজার হাসপাতালে পাঠিয়ে দেন৷ তবে গাড়ির ভেতরে চাপা পড়া অবস্থায় থাকা চালককে স্থানীয়রা উদ্ধার করলেও তাঁর অবস্থা খুবই সঙ্কটজনক বলে জানা গেছে৷
আহত যাত্রীদের মধ্যে বেশ ক’জন যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হলেও বাকি যাত্রীরা নিলামবাজার হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে৷ এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে নিলামবাজার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মিনিবাস সহ মোট ৪টি লরি বাজেয়াপ্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুরিশ৷