নিলামবাজারে যাত্রা শুরু এন এইচ ফুয়েল পাম্পের, তেল ভরলেই মিলছে উপহার!
নিলামবাজার : করিমগঞ্জ জেলার নিলামবাজার এলাকায় আরো একটি ফুয়েল পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হল৷ শুক্রবার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই পেট্রোল পাম্পের উদ্বোধন হয়৷ বিজেপি নেতা ইকবাল হুসেন ও বিলাল উদ্দিনের যৌথ মালিকানায় এই ফুয়েল পাম্প ২৪ ঘন্টা খোলা থাকবে৷ আগামীতে CNG পরিষেবার কথাও আজ নিজেই জানিয়ে দিলেন পাম্পের কর্ণধার ইকবাল হুসেন৷ তিনি বলেন, রাজনীতি রাজনীতির জায়গায়৷ টাকা সংসার প্রতিপালন করতে প্রয়োজন, আমরা গ্রাহকদের গুণগত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর৷ এখনো অনেক পরিকাঠামো উন্নয়নের কাজ বাকি রয়েছে৷ তাই এই পাম্পে আসা প্রত্যেক গ্রাহকদের যাতে সঠিক পরিমাণে গুণগত জ্বালানি তেল সরবরাহ করা হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব৷ এই উদ্বোধন অনুষ্ঠানে জেলা AIUDF-র সভাপতি আজিজুর রহমান তালুকদার ফুয়েল পাম্পের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, তিনি এর আগে একটি পেট্রোল পাম্প চালিয়েছেন৷ তাই এই পাম্পে যাতে গুণগত পরিষেবা দেওয়া হয় সেই আশা রাখেন৷ বিজেপি নেত্রী শিপ্রা গুণ বলেন, নিলামবাজার অঞ্চলের মানুষ এই পাম্প খোলায় অনেক উপকৃত হবেন৷ এদিন ফুয়েল পাম্প উদ্বোধন উপলক্ষ্যে গ্রাহকদের হাতে উপহারও তুলে দেওয়া হয়৷