Barak Valley
নিলামবাজারে রেলে কাটা পড়ে মৃত্যু ব্যক্তির
নিলামবাজার : নিলামবাজারে সংঘটিত হল এক শোকাবহ ঘটনা৷ রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির৷ জানা গেছে, শনিবার সকালে পাথারকান্দি থানা এলাকার বারইগ্রাম শেরপুরের বাসিন্দা ইউসুফ আলি করিমগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছিলেন৷ দুপুর ১২টা নাগাদ নিলামবাজার রেল স্টেশন চত্বরে রেলে কাটা পড়ে মৃত্যু হয় তাঁর৷ এই খবর চাউর হতেই এলাকায় লোকজন ভিড় জমাতে শুরু করেন৷ খবর দেওয়া হয় রেল পুলিশকে৷ প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে৷