নিলামবাজারে হাফিজ রশিদের কুশপুতুল দাহ

নিলামবাজার : ‘ভোট ফর খিলঞ্জিয়া’ স্লোগান তুলে বিজেপির পাশে যখন বরাকের ঐক্যবদ্ধ মাইমাল সমাজ, ঠিক সেই সময়ে মাইমাল সমাজকে নিয়ে কটুক্তি করে তীব্র বিপাকে পড়লেন করিমগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী৷ করিমগঞ্জ লোকসভা আসনের স্থানে স্থানে কটুক্তির প্রতিবাদে পুড়ছে কংগ্রেস প্রার্থীর কুশপুতুল৷ মাইমাল সমাজের সেই প্রতিবাদের ঢেউ এবার আছড়ে পড়ল দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলামবাজারেও৷
আজ রাত ১০টার দিকে বরাকভ্যালি মাইমাল কো-অর্ডিনেশন কমিটির ডাকে প্রচুর সংখ্যক মাইমাল সমাজের মানুষ হাফিজ রশিদ চৌধুরীর কটুক্তির বিরুদ্ধে রাজপথে নেমে সরব হয়েছেন৷ তারা ‘ভোট ফর খিলঞ্জিয়া’ স্লোগানে বাতাস ভারি করে তুলে নিলামবাজারের৷ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীর বিতর্কিত মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে কুশপুতুল দাহ করে উগরে দেন ক্ষোভ৷ তারা অভিযোগ করে বলেন, সমাজকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এই মন্তব্য করেছেন৷ মাইমাল সমাজ দীর্ঘ ৭০ বছর কংগ্রেসকে ভোট দিয়ে এসেছে, কোনো লাভ হয়নি৷ আন্দোলনকারীরা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে অবিলম্বে মন্তব্য তুলে নেওয়ার পাশাপাশি ক্ষমা চাওয়ার দাবি করেন৷