নিলামবাজার টিকরপাড়ায় ৬ দিনব্যাপী নৌকা পুজোর সূচনা
নিলামবাজার : বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মহাসমারোহে ৬ দিনব্যাপী কোটি টাকার বাজেটে করিমগঞ্জ জেলার সবচেয়ে বড় নৌকা পুজোর আনুষ্ঠানিক সূচনা হল নিলামবাজার টিকরপাড়ায়৷ ভারত সেবাশ্রম সংঘের মুখ্য সংগঠক স্বামী সাধনানন্দজি মহারাজ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দেবী মনসা সহ তাঁর ৮০ জন অনুচরদের বিশেষ পুজোর আনুষ্ঠানিক সূচনা করেন৷ মঙ্গলবার অধিবাসের মাধ্যমে ৬ দিনের পুজোর সূচনা হয়৷
উল্লেখ্য, বরাক উপত্যকায় এই প্রথম বারের মতো এত বড়ো নৌকা পুজোর আয়োজনকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে৷ এদিন পূজা স্থল থেকে প্রায় ২৫০ পুরুষ-মহিলা বর্ণাঢ্য শোভাযাত্রা করে নিলামবাজার কালীবাড়িস্থিত লঙ্গাই নদীর ঘাট থেকে ৮০টি মঙ্গলঘটে গঙ্গা জল সংগ্রহ করে নগর পরিক্রমা শেষে আবার টিকরপাড়ায় ফিরে যান৷
আয়োজকরা জানান, ৬ দিনের এই পুজোয় ৮০টির বেশি মূর্তি পূজার পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পূজার্চনা৷ এছাড়া এলাকার দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ সহ বিনামূল্যে চিকিৎসা শিবিরেরও আয়োজন করা হবে৷ আগরতলা থেকে আনা হয়েছে ৮০টা ঢাক এবং বিশেষ ঢাকিদল৷
আয়োজক কমিটির সভাপতি জ্যোতিষ্মান পুরকায়স্থ, সাধারণ সম্পাদক রাজু পাল ও কোষাধ্যক্ষ মনোজ কুমার দেব প্রমুখ জানান, করিমগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আজিতকুমার দে’কে স্বপ্নাদেশে মা মনসা নৌকা পুজা করার কথা বলেন৷ সেই থেকেই তাঁর প্রচেষ্টায় পুজোয় আয়োজন৷ এদিন সরস্বতী পুজো থাকায় সকালের দিকে দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা কম হলেও বিকেলের দিকে উপস্থিত ছিল লক্ষণীয়৷ রবিবার পুজোর সমাপ্তি ঘটবে বলে জানান তাঁরা৷