Barak Valley
নীলমণি পাঠশালায় রেডক্রসের স্বাস্থ্য শিবির
করিমগঞ্জ : জেলা স্বাস্থ্য সমিতি ও রেডক্রস সোসাইটির উদ্যোগে সোমবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় শহরের নীলমণি পাঠশালায়৷ শিবিরে শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷ এদিন শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. দেবতোষ পাল৷ এছাড়াও রোগীদের চিকিৎসা পরামর্শ সহ ওষুধ দেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সুপর্ণা দাস লালা এবং ডা. শুভ্রাংশু ভট্টাচার্য৷
রেডক্রসের তরফে রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়৷ দরিদ্রদের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এবং এনিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এধরনের শিবির আয়োজন করেছে করেছে করিমগঞ্জ রেডক্রস কর্তৃপক্ষ৷ এদিন সকালে স্বাস্থ্য শিবির শুরুর আগে মহিলা ও শিশু স্বাস্থ্য নিয়ে সচেতনামূলক বক্তব্য রাখেন চিকিৎসকরা৷ উপস্থিত ছিলেন রেডক্রস পরিচালন সমিতির সদস্য সহ স্বেচ্ছাসেবকরা৷