নেতাজি মেলার প্রস্তুতি শুরু করিমগঞ্জে
করিমগঞ্জ : নেতাজি মেলার প্রস্তুতি নিচ্ছে করিমগঞ্জ পৌরসভা৷ তবে এ নিয়ে বৈঠক আয়োজিত হল জেলা বিজেপি কার্যালয়ে৷ আর সেখানেই গঠিত হল নতুন কমিটি৷ ২৩ জানুয়ারি যথারীতি মেলার উদ্বোধনের কথা রয়েছে৷ রাজনৈতিক মেরুকরণে এবারের মেলা কমিটিতে বিধায়ক কৃষ্ণেন্দু পাল ঘনিষ্ঠরাই রয়েছেন৷ সম্পাদক হয়েছেন বিধায়কের এক সময়ের অফিস কর্মী পৌর কমিশনার বিক্রম দাস৷
গত শনিবার বিজেপি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, পৌরপতি রবীন্দ্র দেবের উপস্থিতিতে আয়োজিত বৈঠক মেলা কমিটি গঠন করা হয়৷ এতে সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিক্রম দাস৷ সহ সম্পাদক পদ লাভ করেন পৌর কমিশনার ছন্দা রায় সিং ও পূজা দাস৷ আর পদাধিকার বলে মেলা কমিটির সভাপতি পদে রয়েছেন পৌরপতি রবীন্দ্র দেব৷ আপাতদৃষ্টিতে এটি সাধারণতঃ একটি মেলা কমিটি হলেও এতেও রাজনৈতিক ছোঁয়া রয়েছে৷ মেলা কমিটির সব ক’জনই কৃষ্ণেন্দু পাল ঘনিষ্ঠ৷ ফলে এবারের নেতাজি মেলায় নতুনত্ব কিছু থাকার সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন জেলাবাসী৷