নেশামুক্ত ভারত অভিযান : দক্ষিণ হাইলাকান্দি ও কাটলিছড়া ব্লকে বর্ণাঢ্য শোভাযাত্রা
জনসংযোগ, হাইলাকান্দি : নেশামুক্ত ভারত গঠনের লক্ষ্যে হাইলাকান্দি জেলায় গত মঙ্গলবার থেকে শুরু হওয়া অভিযানের অঙ্গ হিসেবে হাইলাকান্দি জেলার পাঁচটি উন্নয়ন খণ্ডে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হবে। আজ শনিবার কাটলিছড়া উন্নয়ন খণ্ড এবং দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খন্ডে এই শোভা যাত্রা বের করা হয়।
কাটলিছড়ার শোভাযাত্রাটি সকাল ১০টায় চার্লমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠ থেকে কাটলিছড়া বাজার, পুলিশ স্টেশন হয়ে এলেন চার্লমার্স এমই স্কুলে গিয়ে শেষ হয়।
দক্ষিণ হাইলাকান্দির শোভাযাত্রাটি সকাল সাড়ে দশটায় মণিপুর আদর্শ বিদ্যালয় থেকে শুরু হয়। এর পর মণিপুর বাজার, মণিপুর হাইস্কুল হয়ে পুনরায় মনিপুর আদর্শ বিদ্যালয়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
অনুরূপভাবে আগামী ৭ আগস্ট অর্থাত্ সোমবার হাইলাকান্দি উন্নয়ন খণ্ড এবং আলগাপুর উন্নয়ন খণ্ডের শোভাযাত্রা দুটি বের করা হবে। সকাল সাড়ে দশটায় হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের শোভাযাত্রাটি এসকে দেব হায়ার সেকেন্ডারি স্কুল থেকে শুরু হয়ে শিরিশপুর বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাংলো পরিক্রমা করবে। আলগাপুরের শোভাযাত্রাটি সকাল সাড়ে ১০টায় আলগাপুরে বের করা হবে।
লালা উন্নয়ন খণ্ডের শোভাযাত্রাটি মঙ্গলবার অর্থাত্ ৮ আগস্ট সকাল সাড়ে ১০টায় আমালা বাজার থেকে আয়নারখাল পয়েন্ট হয়ে মনাছড়ার ব্লক হেডকোয়ার্টারে গিয়ে শেষ হবে। এদিকে নেশামুক্ত ভারত গঠনের লক্ষ্যে হাইলাকান্দি জেলায় স্বাস্থ্যরথ বের করার পাশাপাশি প্রচারপত্র বিলি করা হবে। জেলা কমিশনারের কার্যালয়ে ডিজিটাল ব্যানার প্রতিস্থাপন করা হবে।
উল্লেখ্য, ইতিমধ্যে গত বৃহস্পতিবার জেলার হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে নেশা বিরোধী শপথগ্রহণ করা হয়েছে। জেলার কলেজগুলি থেকে ৩৪ জন মাস্টার ভলান্টিয়ার বাছাই করে অভিযানকে জোরদার করতে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।