Barak Valley

নেশাযুক্ত সমাজ গড়তে পাথারকান্দি কলেজে হাফ ম্যারাথন

পাথারকান্দি : নেশাযুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে হাফ ম্যারাথনের আয়োজন করল পাথারকান্দি কলেজ৷ রবিবার সকালে পাথারকান্দি কলেজ থেকে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী কৌশল কিশোর অনলাইনে ও পাথারকান্দি কলেজের অধ্যক্ষ ড. মঞ্জুরুল হক অফলাইনে সবুজ পতাকা নেড়ে হাফ ম্যারাথন রেলির আনুষ্ঠানিক সূচনা করেন৷ এতে অংশ নেয় প্রায় দেড় হাজার পড়ুয়া৷ রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে ফের কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়৷ পরে কলেজ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় কলেজ অধ্যক্ষ ড. মঞ্জুরুল হক বলেন, মাদক সেবন একটি সামাজিক ব্যধি৷ এর থেকে পরিত্রাণ পেতে গণ সচতেনতার প্রয়োজন রয়েছে৷

তিনি কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের একমাত্র ছেলের অকাল মৃত্যুর প্রসঙ্গ টেনে এনে বলেন নেশার কবলে পড়ে একসময় মন্ত্রী তাঁর একমাত্র ছেলেকে হারান৷ বক্তব্য রাখেন NSS-র PO ড. ইমাম উদ্দিন আনসারি, NCC-র CTO ডি বসুমাতারি প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button