পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকায় নাম দেখার জন্য অনলাইন পোর্টাল জারি
জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার ১ থেকে ২০ নম্বর জেলা পরিষদ কেন্দ্রের অন্তর্গত পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা গত ২৫ আগস্ট তারিখে প্রকাশ করা হয়েছে। এই ভোটার তালিকায় ভোটারদের তাদের নাম দেখার প্রক্রিয়াকে আরও সহজতর করে অনলাইন পোর্টাল জারি করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে জারি করা অনলাইন পোর্টাল হচ্ছে https://ermssec.assam.gov.in ভোটাররা এই অনলাইন পোর্টালে সরাসরি ভোটার তালিকা ডাউনলোড করে তাদের নাম দেখতে পারবেন।
পাশাপাশি এই পোর্টালের মাধ্যমে ”এপিক” নম্বর ক্লিক করেও তারা তাদের নাম দেখতে পারবেন। উল্লেখ্য, গত ২৫ আগস্ট তারিখে করিমগঞ্জের ভারপ্রাপ্ত জেলা আয়ুক্ত পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি জারি করেন। ওই বিজ্ঞপ্তিতে যে অনলাইন পোর্টাল দেওয়া হয়েছিল তাকে আরও সহজতর করে https://ermssec.assam.gov.in এই পোর্টাল জারি করা হয়েছে।