EducationBarak Valley
পণ্ডিত দীনদয়াল কলেজের দেওয়াল পত্রিকার উন্মোচন
করিমগঞ্জ : এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের উদ্যোগে সোমবার দেওয়াল পত্রিকা ‘BIOSPECTRUM’-র ৪র্থ সংস্করণ উন্মোচন করা হয়েছে৷ এ অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন কলেজের অধ্যক্ষা ড. জয়শ্রী চক্রবর্তী৷ উপস্থিত ছিলেন করিমগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং পাথারকান্দির প্রাক্তন বিধায়ক সুখেন্দু শেখর দত্ত, চান্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষা সুপ্তি দত্ত, মাইবাং ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগীয় প্রধান ড. মিথিলেশ চক্রবর্তী৷ প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং প্রধান ড. রাজীব পাল শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অবদানের ওপর জোর দেন, যারা ধারাবাহিকভাবে ত্রৈমাসিক প্রকাশনা, ‘Zoology Insights’-এর মাধ্যমে জীববিজ্ঞানে যুগান্তকারী আবিস্কারগুলো তুলে ধরে৷