পতঞ্জলি যোগ সমিতির সাধারণ সভা করিমগঞ্জে
করিমগঞ্জ : করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে পতঞ্জলি যোগ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার৷ এদিন বেলা ১১টায় প্রদীপ প্রজ্বলন সহ গায়ত্রী মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷ করিমগঞ্জ জেলার পতঞ্জলি ভারত স্বাভিমানের প্রাক্তন সভাপতি রবীন্দ্র দেবের পৌরোহিত্যে পশ্চিম অসম রাজ্য পতঞ্জলি যোগ সমিতির প্রভারী বিদ্যাধর কুম্ভকার ও কাছাড় জেলার পতঞ্জলি যোগ সমিতির সভাপতি শিবানু করের উপস্থিতিতে সভার উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করেন সিদ্ধার্থ শংকর দাস৷
পরে করিমগঞ্জ জেলার ৫টি সংগঠনের পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়৷ এতে সভাপতি পদে দেবাশিস চক্রবর্তী, সহ সভাপতি অরূপ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অসীম দাস, উপদেষ্টা নীলকান্ত দেব, প্যাট্রন রবীন্দ্র চন্দ্র দেব প্রমুখ৷ পতঞ্জলি জেলা যোগ সমিতির জেলা সভাপতি সিদ্ধার্থ শংকর দাস, সহ-সভাপতি কিশোর দাস, যুবা ভারতের প্রভারী বিপ্রজিৎ নাথ, সহ প্রভারী সঞ্জীব দাস, কিষান প্রভারী বিভুরঞ্জন দাস, সহ-কিষান প্রভারী রবীন্দ্র পাল, কোষাধ্যক্ষ রাখাল দাস, সংগঠন মন্ত্রী ভাস্কর দাস, সহ-সংগঠন মন্ত্রী বাপ্পা দে, মিডিয়া প্রভারী অরূপ রায়, সহ-মিডিয়া প্রভারী বিপ্র নাথ রয়েছেন৷
এছাড়া পতঞ্জলি ভারত স্বাভিমানের ৫টি বিধানসভা কেন্দ্র ভিত্তিক প্রভারী দায়িত্ব দেওয়া হয় কৃষ্ণ দত্ত, চন্দন নাথ, দেবাংশু পাল, আশিস পালকে৷ সমিতির পক্ষ থেকে এদিন প্রাক্তন মন্ডল প্রভারী প্রয়াত সুনীলকুমার দাস, শান্তিময় দে, জেলার প্রাক্তন যোগ বিস্তারক বিভুজ্যোতি নাথ, জীবনকৃষ্ণ রায় ও ভার্গব দাসের প্রতি গভীর শোক ব্যক্ত করে ১ মিনিট নীরবতা পালন করা হয়৷ তাঁদের পরিবারের সদস্যদের হাতে মানপত্রও তুলে দেওয়া হয়৷