Barak Valley

পথ সুরক্ষায় সচেতনতা সভা বদরপুরে যানবাহন আইন মেনে চলার আহ্বান

বদরপুর : বদরপুর পুলিশের ব্যবস্থাপনায় ‘Road Safty Week-2024’ উপলক্ষে এক সচেতনতা সভা বদরপুর চৌমাথায় সোমবার অনুষ্ঠিত হয়৷ এদিন বদরপুর মোটর চালক ইউনিয়ন, বদরপুর ই-রিক্সা অ্যাসোসিয়েশন, বদরপুর পেট্রোল অটো অ্যাসোসিয়েশন সহ অন্যান্য মোটর চালক ইউনিয়নের কর্মীদের সঙ্গে নিয়ে বদরপুর চৌমাথায় বদরপুর ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনায় এক সচেতনতা সভার আয়োজন করা হয়৷ এই অনুষ্ঠানের মাধ্যমে পথচারী মানুষদের সচেতন করতে সকলকে বোঝানো হয় যেন সবাই ট্রাফিক সঙ্কেত দেখে সড়ক পার হন এবং বাইক চালানোর সময় অব্যশই হেলমেট পরিধান করেন৷ এছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার না করা হয়৷

এদিন, এই সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তা বলেন, বাইক চালানোর সময় হেলমেট, গাড়ি চালানোর সময় সিটব্যাল্ট ব্যবহার ও গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালানোর জন্য সবাইকে আহ্বান জানান৷ এছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, তাছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল বা হেডফোন ব্যবহার না করা ইত্যাদি বিভিন্ন ক্ষতিকারক দিকগুলো থেকে বিরত থাকার আহ্বান জানান৷

এদিন বক্তব্য রাখতে গিয়ে বদরপুর থানার ট্রাফিক ইনচার্জ আবুল কালাম মজুমদার সবাইকে ট্রাফিক আগন মেনে চলার আহ্বান জানান৷ এছাড়া যাত্রীবাহী গাড়ি অধিক যাত্রী নিয়ে চলাচল করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় জানানো হয়৷ সভা শেষে বদরপুর পুলিশের ব্যবস্থাপনায় জাতীয় সড়কে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এক পদযাত্রার আয়োজন করা হয়৷

Show More

Related Articles

Back to top button