পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পুরস্কারের অনলাইন সুপারিশ আহ্বান
শিলচর পিএনসি ২রা যে – কেন্দ্রীয় সরকারের দ্বারা পদ্মশ্রী, পদ্ম ভূষণ এবং পদ্ম বিভূষণ পুরস্কার ২০২৫ এর জন্য অনলাইনে মনোনয়ন/ সুপারিশ আহ্বান করা হয়েছে। ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসে ঘোষণা করার জন্য মনোনয়ন/সুপারিশ গ্রহণের কাজ বুধবার থেকে শুরু করা হয়েছে। রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালের (https//awards.gov.in) অনলাইনে মনোনয়ন/সুপারিশ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জমা দেয়া যাবে।
এক সরকারি বিজ্ঞপ্তিতে এখবর জানিয়ে বলা হয়েছে যে সমাজের বিভিন্ন কাজে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ কারী দের মধ্যে দেশের এই সর্বোচ্চ অসামরিক পদ্ম পুরস্কার ১৯৫৪সালে শুরু করা হয় এবং প্রত্যেক বছর ২৬ জানুয়ারী তে এই পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়ে থাকে।
এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে পোর্টালে থাকা নির্দ্ধারিত ফর্ম পূরণ করে এর সঙ্গে ৮০০ শব্দের মধ্যে পুরস্কার পেতে আগ্রহী ব্যাক্তি র উল্লেখযোগ্য বিবরণ সন্নিবিষ্ট করে দিতে হবে।