পরিত্যক্ত রমণীমোহন ইন্সটিটিউটে ঝাড়পোঁছ করে অনুষ্ঠান বিজেপির
করিমগঞ্জ : অনুষ্ঠান যাইহোক, দীর্ঘ বছর পর আবার খুলল রমণীমোহন ইন্সটিটিউট৷ পুরোদমে পরিষ্কার ও চুনকাম লাগলো ইন্সটিটিউটের গায়ে৷ দীর্ঘ বছর থেকে নীলমণি রোডস্থ রমণীমোহন ইন্সটিটিউটটি পরিত্যক্ত অবস্থায় ছিল৷ কেউ ভুলেও তাকাতো না৷ কিন্তু একটা সময় এখানে লাগাতার অনুষ্ঠান হয়েছে৷ করিমগঞ্জের বিখ্যাত শিল্পীরা অনুষ্ঠান করেছেন৷ তখন শহরে বড় মাপের প্রেক্ষাগৃহ ছিল না৷ পরবর্তীতে জেলা গ্রন্থাগার হওয়ার পর এখানে অনুষ্ঠান প্রায় বন্ধ হয়ে যায়৷
গত বছর কয়েক আগে ইন্সটিটিউটের উন্নতি কল্পে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়৷ বর্তমান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নেতৃত্বে মন্ত্রী এসে ইন্সটিটিউটের সংস্কারে আশ্বাস দিয়েছিলেন৷ তারপর থেকে পরিত্যক্ত৷ দু’দিন আগে দেখা যায় বিজেপি নেতারা রমণীমোহন ইন্সটিটিউট পরিষ্কার করছেন৷
জানা যায়, বিজেপির অনুষ্ঠান হবে৷ সেই মতো কার্যনির্বাহী সভার আয়োজন করা হয়৷ অনুষ্ঠান চলাকালীন ভেতর দেখলে মনে হবে না এতদিন পরিত্যক্ত ছিল!
জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, এবার অনেক লোকের উপস্থিত হয়েছেন৷ এদিকে, জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে ঋত্বিজের অনুষ্ঠান চলছে, তাই পাওয়া যায় নি৷ সিদ্ধান্ত নেওয়া হয় রমণীমোহন ইন্সটিটিউটে অনুষ্ঠান করার৷ দীর্ঘ ২০ বছর ধরে ইন্সটিটিউট জেলাশাসকের অধীনে রয়েছে৷ তাই তারই অনুমতি নিয়ে অনুষ্ঠান করা হয়েছে৷
তিনি আরও বলেন, বিগত বছরগুলিতে অনেক ফান্ড এসেছে ইন্সটিটিউটের সংস্কারে৷ কিন্তু বাস্তবে কোন কাজই হয়নি৷ এবার এ নিয়ে বিবেচনা করা হবে৷ কেননা এর প্রয়োজনীয়তা রয়েছে৷ অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে সেটা বোঝা গেছে৷ তাই ইন্সটিটিউটের উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি৷