Barak Valley

পরিবেশ দিবস নিয়ে ফ্রেন্ডস অফ আর্থের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

করিমগঞ্জ : করিমগঞ্জ ফ্রেন্ডস অফ আর্থের উদ্যোগে নগেন্দ্রনাথ তিলকচাঁদ মধ্যবঙ্গ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিশ্ব পরিবেশ দিবস ও প্রাকৃতিক পরিবেশের অবক্ষয় রোধে আগ্রহী করতে একটি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার৷ এতে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে৷ পরবর্তীতে অভিভাবক ও ছাত্রছাত্রীদের নিয়ে প্লাস্টিক প্রদূষণ অর্থাৎ single use plastic মুক্ত শহর, বৈশ্বিক উষ্ণায়ন ও ২০২৪-র বিশ্ব পরিবেশের থিম ভূমি পুনরুদ্ধার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

এদিন বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকটি গাছের চারাও রোপণ করা হয়৷ সংগঠনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যত প্রজন্মকে সচেতন রাখতে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে৷ সেদিন অঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ করা হবে৷ এদিনের অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্যামলপ্রসাদ চৌধুরী, অপূর্ব দত্ত, জন্মজিৎ ভট্টাচার্য, এইচএম আমির হুসেন, রাজদীপ সেন, অপরাজিতা শর্মা আচার্য প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button