Barak Valley

পরিবেশ সংক্রান্ত বই উন্মোচিত আসাম বিশ্ববিদ্যালয়ে

শিলচর : আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাজীব মোহন পন্থ ও জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক তথা ডিন ড. মানবেন্দ্র চৌধুরীর হাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে ৪ বছরের degree course-র অধীনে 2nd semester-এ থাকা বাধ্যতামূলক বিষয়ে পরিবেশ বিজ্ঞানের ওপর একটি বই ‘An esay approach to Environmental Science’ উন্মোচিত হয় মঙ্গলবার৷

বইটি লিখেছেন করিমগঞ্জ কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পার্থসারথি দাস, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. বিশ্বজিৎ ভট্টাচার্য এবং রামকৃষ্ণনগর কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জয়িতা দাস৷

ছাত্রছাত্রীর সুবিধার কথা মাথায় রেখে বইটি লেখা হয়েছে বলে উন্মোচনের পর উপাচার্য সন্তোষ ব্যক্ত করেন৷ এখন ছাত্ররা semester-এ অনেক কম সময় পায়৷ সে সময়ে এ ধরনের বই অনেক ছাত্রদের অনেক উপকারে আসবে বলে মত ব্যক্ত করেন মানবেন্দ্র দত্ত চৌধুরী৷ আবি’র অধীনে আসন্ন 2nd semester-এ অবতীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই হিসাবে পরিগণিত হবে বলে আশা ব্যক্ত করেন লেখক ত্রয়ী৷ বইটি বরাকের বিভিন্ন library-তে পাওয়া যাবে বলে জানানো হয়েছে৷

Show More

Related Articles

Back to top button