Barak Valley

পর্দার আড়ালে লড়াইয়ে কৃষ্ণেন্দু বনাম কমলাক্ষ

করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচন

করিমগঞ্জ : দীর্ঘ দু’বছর পর করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে৷ সোমবার returning officer-র হাতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিভিন্ন পদপ্রার্থী৷ আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে নির্বাচন৷ খোলা চোখে এটি ছাত্র সংসদ নির্বাচন হলেও পর্দার আড়ালে লড়াই চলছে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বনাম বনাম বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থর৷ NSUI-কে জয়ী করার জন্য যেমন রণকৌশল ঠিক করেছেন কমলাক্ষ তেমনি ABVP-র পাশে দাঁড়িয়েছেন কৃষ্ণেন্দু৷ মোট ১৪টি পদে অনুষ্ঠিত হবে নির্বাচন৷

গত বছর থেকে নির্বাচন হয়নি করিমগঞ্জ কলেজে৷ নানা টালবাহনা করে বাতিল করে দেওয়া হয়েছিল নির্বাচন৷ আগামী শুক্রবার কলেজে নির্বাচন হবে৷ সোমবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন ABVP-NSUI উভয় সংগঠনের সদস্যরা৷ মনোনয়ন পত্র জমা দিয়েই প্রচারে বেরিয়ে পড়েছেন উভয় সংগঠনের সদস্যরা৷ এ বার ABVP থেকে GS পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সরোজ গরেরি৷ আর VP পদে পঞ্চম দাস৷ প্রতিপক্ষ NSUI থেকে GS পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত দেবের ছেলে সুস্মিত দেব৷ আর VP পদে শিবম দত্ত৷ এছাড়া ABVP থেকে secretary meeting & debate বিভাগে অভিষেক দাস, sports secretary সুজিত রায়, social service secretary পদে বিশাখ রায়, boys common room-এ গীতম রায়, girls common room-এ সংঘমিত্রা বর্ধন, cultural secretary প্রীতিকা গোয়ালা, magazine secretary হীরক যাদব প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ বিপরীতে এসব পদে NSUI থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে অরূপ চক্রবর্তী, মৃত্যুঞ্জয় রায়, আমান উদ্দিন, রোহিত দাস, সুব্রত দেব, সৌমেন মালাকার, অমৃতা দাস, রাজদীপ রায়৷

এদিকে খালি চোখে এটি ছাত্র সংসদ নির্বাচন হলেও পর্দার আড়াল থেকে লড়াই করছেন কৃষ্ণেন্দু ও কমলাক্ষ৷ সুস্মিত দেব খাটি কংগ্রেস পরিবারের সদস্য৷ তার বাবা সুব্রত দেব জেলা কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন৷ ফলে তাঁকে জয়ী করতে তৎপর হয়ে উঠেছে কংগ্রেস কার্যালয়৷ দৌড়ঝাঁপ শুরু করেছেন সুব্রত দেব৷ এমনকি NSUI সদস্যদের নিয়ে বৈঠক করেছেন কমলাক্ষ দে পুরকায়স্থ৷ তাঁদের রণকৌশল বাতলে দিয়েছেন বিধায়ক৷ অন্যদিকে ABVP-র প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন কৃষ্ণেন্দু পাল৷ তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি৷ ছাত্র সংসদ দখল করতে পর্দার আড়াল থেকে ABVP-র mentor হয়ে কাজ করছেন তিনি৷ মোদ্দা কথা, ছাত্র সংসদ নির্বাচনে পর্দার আড়ালে লড়াই হচ্ছে কৃষ্ণেন্দু বনাম কমলাক্ষের মধ্যে৷

Show More

Related Articles

Back to top button