Updates

পাচারের পথে লক্ষাধিক টাকার সেগুন কাঠ বাজেয়াপ্ত দোহালিয়ায়, হাজতে চালক

পাথারকান্দি : গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার সেগুন কাঠ আটক করল বনবিভাগ৷ আটক ট্রাক চালক৷ মঙ্গলবার দোহালিয়ার রেঞ্জকর্তা প্রণব কলিতার নেতৃত্বে বনকর্মী দিলোয়ার হুসেন, বদর উদ্দিন সহ protection team-র কর্মীরা কার্যালয় লাগোয়া স্থানে ওৎ পেতে বসে থাকলে সাবল্য মেলে৷

তখন মিজোরাম থেকে আনিপুর সড়ক ধরে করিমগঞ্জ যাবার মুখে একটি টাটা ডিআই ট্রাক (MZ-08-6544) দ্রুতবেগে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়িটি আটক করেন কর্তব্যরত কর্মীরা৷ আটক করা হয় চালককে৷ নাম ভেনলালচাকা হামার (৩১)৷ পিতা লালবিকটুলুঞ্চা মার৷ বাড়ি মিজোরামের কানমুনের টিংলুনে৷

ট্রাকে প্রায় আশি সিএফটি সেগুন কাঠের লগ উদ্ধার করা হয়৷ যার মূল্য লক্ষাধিক টাকা৷ চালককে বিভাগীয় কার্যালয়ে টানা জেরার পর বুধবার মেডিক্যাল চেকআপ শেষে বন বিভাগের পক্ষে জেলা সিজেএম আদালতে তোলা হলে আদালত তাকে হাজতে পাঠায়৷

Show More

Related Articles

Back to top button