আদর্শ শিক্ষক হিসেবে নির্বাচিত লোয়াইরপোয়ার উত্তম শর্মা

বাজারিছড়া : ছাত্রছাত্রীদের পঠন-পাঠনে নিয়মিত যোগদান, বিদ্যালয়ের অভ্যন্তরীণ কাজকর্ম সহ সময় সময় শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভিন্ন সমস্যা সমাধানে তত্পরতার স্বীকৃতিস্বরূপ এবার আদর্শ শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন পাথারকান্দি শিক্ষা খণ্ডের লোয়াইরপোয়া (বৈঠাখাল) আদর্শ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক উত্তম শর্মা।
অসম সরকার নিয়ন্ত্রিত সারা অসম আদর্শ বিদ্যালয় সংগঠনের মুখ্য অধিকর্তার স্বাক্ষরিত এক পত্রে তাঁকে এই সম্মানে ভূষিত করার তথ্য জানানো হয়। জানা গেছে, গোটা অসমের মধ্যে মোট ১৪ জন আদর্শ শিক্ষকের তালিকায় বরাক উপত্যকার করিমগঞ্জ থেকে তিনি এই বিশেষ সম্মাননা পাওয়ায় উত্ফুল্লিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা।
আগামী শিক্ষক দিবসে আনুষ্ঠানিক ভাবে তাঁর হাতে আদর্শ শিক্ষকের সম্মাননা তুলে দেওয়ার পাশাপাশি খুব শীঘ্রই সংগঠনের গুয়াহাটির সদর কার্যালয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে এই শিক্ষক অত্যন্ত সুনামের সঙ্গে এই বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ছাত্রছাত্রীদের নানা সুবিধা-অসুবিধার সমাধান করে চলছেন। তাঁর তত্ত্বাবধানে চলছে বিদ্যালয়ের এনসিসি ইউনিটও।