Updates

পাথারকান্দিতে অবৈধভাবে টিলা কেটে লালমাটি পাচার, ট্রিপারের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা

পাথারকান্দি : গত দীর্ঘদিন ধরে পাথারকান্দি সমষ্টির বিভিন্ন স্থানে অবৈধভাবে লালমাটি কেটে পাচারের অভিযোগ উঠেছে৷ এতে মার খাচ্ছে মোটা অঙ্কের সরকারি রাজস্ব৷ অভিযোগ মতে সমষ্টির চান্দখিরা, দোহালিয়া, সাধুকুটি ও বাজারিছড়া এলাকার কতিপয় দুষ্টচক্র রাতের অন্ধকারে বিভিন্ন পাহাড়ি টিলা থেকে লালমাটি সংগ্রহ করে অবাধে ডাম্পারযোগে বিক্রির অভিযোগ উঠেছে৷ এসব মাটি দিয়ে একদিকে যেমন অনেকে বাড়িঘর ভরাট করছেন অন্যদিকে সমান্তরালভাবে চলছে সরকারি সড়ক নির্মাণের কাজও৷ তথ্য মতে লালমাটি কেটে বিক্রি করতে গেলে সরকারি অনুমতি সহ বন বিভাগের ছাড়পত্রের নিয়ম রয়েছে৷ কিন্তু সে পথে অনেকে পা মাড়াচ্ছেন না৷ অনেক ক্ষেত্রে ম্যানেজ ফর্মুলায় কাজ চলছে বলে অভিযোগ৷

উল্লেখ্য, বুধবার রাতে বাজারিছড়ার রাধাপ্যারি বাজারে দুর্ঘটনার কবলে পড়া একটি ডাম্পার গাড়িতেও অবৈধ লালমাটি বোঝাই ছিল৷ পরে গাড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে যায় পুলিশ৷ গত দু’দিন আগে পাচারের মুখে একটি মাটি বোঝাই লরি পাকড়াও করে পাথারকান্দি বন বিভাগের হাতে সমঝে দেন নবাগত এসিএফ সামস উদ্দিন লস্কর৷ বৃহস্পতিবার গাড়িটির নামে জরিমানা সংক্রান্ত কাগজপত্র বিভাগীয় সদর কার্যালয়ে জমা পড়ার খবর পাওয়া গেছে৷

তাছাড়া, বুধবার রাতে পাচারের মুখে বেশক’টি লালমাটি বোঝাই ডাম্পার করিমগঞ্জ সদর বন বিভাগের হাতে বাজেয়াপ্ত হওয়ার খবরও পাওয়া গেছে৷ স্থানীয়দের কথায় সরকারি নিয়মে লালমাটি কেটে পাচার হলে সরকারি কোষাগারে জমা পড়বে মোটা অঙ্কের রাজস্ব৷ বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে স্থানীয় শুভবুদ্ধি সম্পন্ন জনগণ ডিএফও-র হস্তক্ষেপ কামনা করেছেন৷

Show More

Related Articles

Back to top button