Barak Valley
পাথারকান্দিতে এবিভিপি-র কর্মশালা
পাথারকান্দি : টার্গেটে নতুন ১৬ হাজার সদস্য অন্তর্ভুক্তি৷ এই পরিকল্পনা নিয়েই পাথারকান্দিতে একদিনের একটি কর্মশালা আয়োজন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)৷
রবিবার পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে ABVP পাথারকান্দি শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় কর্মশালাটি৷ এতে উপস্থিত ছিলেন বিদ্যার্থী পরিষদের করিমগঞ্জ জেলার সংগঠন মন্ত্রী ভাস্কর সরকার, জেলা সংযোজক রাজর্ষি দেব, রাজ্য কার্যনির্বাহী সদস্য সুবর্ণ চক্রবর্তী, সায়ন দেব প্রমুখ৷ কর্মশালায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে বিদ্যার্থী পরিষদের সদস্য ভর্তি ফর্ম ও পোস্টার উন্মোচন করা হয়৷ এতে জেলার ১৩টি শাখা থেকে প্রায় ৭০টি কর্মকর্তা উপস্থিত ছিলেন৷