Updates

পাথারকান্দিতে কৃষি বিশ্ববিদ্যালয় হিমন্তের আশ্বাসে খুশির হাওয়া

পাথারকান্দি, ১ মার্চ : আগামী বছর পাথারকান্দিতে উন্নতমানের একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের তৈরির আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ শুক্রবার নির্ধারিত সূচি অনুযায়ী রামকৃষ্ণনগরে প্রস্তাবিত ৫৭৮ কোটি টাকা ব্যয়ে স্বপ্নের ম্যাডিকেল কলেজের ভূমিপুজো তথা আনুষ্ঠানিক শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী৷ এদিন তিনি ৩য় বারের জন্য নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য করিমগঞ্জ আসনটি উপহার চান জনতার কাছে৷

উল্লেখ্য, বিগত ২০২২ সালের মার্চে বিধানসভা অধিবেশনে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির আহ্বানে সাড়া পাথারকান্দি কেন্দ্রে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব রেখেছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷ এবং অবিলম্বে এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য কৃষ্ণেন্দু পাল তখন সরকারের কাছে অনুরোধ জানান৷ এতে নিজ কেন্দ্রের জনগণ সহ দলীয় কর্মী-সমর্থকরা বিধায়কের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান৷ স্বাভাবিকভাবে আজ মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে ফের একবার কেন্দ্রের জনতা সন্তোষ প্রকাশ করেছেন৷

Show More

Related Articles

Back to top button