Barak Valley

পাথারকা‌ন্দি‌তে ট্রেনের ধাক্কায় হত ডেঙ্গারব‌ন্দের ব্যবসায়ী

পাথারকা‌ন্দি : ব্যবসা সংক্রান্ত কা‌জে পাথারকা‌ন্দি এসে আর বা‌ড়ি ফেরা হল না লোয়াইর‌পোয়া ব্ল‌কের সলগই বাজার এলাকার ব্যবসায়ী তথা ডেঙ্গারবন্দ গ্রা‌মের নাগ‌রিক বছর ৬৫-এর ইয়া‌সিন আলির। আজ বুধবার বিকাল প্রায় ৩.০০টা নাগাদ পাথারকা‌ন্দির উত্তর রেল‌গেট এলাকায় রেল সড়ক পার হওয়ার সম‌য় দ্রুতগামী ট্রেনের ইঞ্জি‌নের ধাক্কায় গুরুতরভাবে আহত হ‌য়ে ছিট‌কে প‌ড়ে ছটফট কর‌ছি‌লেন।

তা দে‌খে আরএসএস-এর কয়েকজন স্বয়ংসেবক এগিয়ে গি‌য়ে দ্রুততার সঙ্গে তাঁকে উদ্ধার ক‌রে পাথারকা‌ন্দি সামূ‌হিক হাস‌পাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চি‌কিত্‍সক‌দের যাব‌তীয় চেষ্টা‌কে ব্যর্থ ক‌রে মৃত্যুর কো‌লে ঢ‌লে প‌ড়েন ইয়া‌সিন আলি।

ঘটনার খবর‌ সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। খবর যায় মৃ‌তের বা‌ড়ি‌তেও। ইত্যবসরে হাসপাতালে জমায়েত হতে থকেন নিহত ইয়া‌সিন আলির ছে‌লে-মে‌য়ে, আত্মীয়স্বজন সহ বহুজন।

এদি‌কে দুর্ঘটনার খবর পে‌য়ে পাথারকা‌ন্দি থানার পু‌লিশ ছুটে আসে হাসপাতালে। তাঁরা গোটা ঘটনার বিবরণ শুনে রেল পু‌লিশকে অবগত ক‌রেন। প‌রে জিআরপিএফ আসে। এর পর ইয়া‌সিন আলির মৃত‌দেহ ময়না তদ‌ন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসাপাতালে পাঠানো হয়েছে।

সর্বজনপ‌রি‌চিত সহজ-সরল ব্যবসায়ী ইয়াসিন আলির অকালমৃত্যু‌তে গোটা এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসেছে। তাঁর মৃত্যু‌তে বৃহত্তর সলগই বাজারের ব্য‌বসায়ীরা অর্ধদিব‌স দোকানপাট বন্ধ রে‌খে প্রয়া‌তের প্রতি শেষ শ্রদ্ধা নি‌বেদন কর‌বেন ব‌লে খবর পাওয়া গে‌ছে। ইয়া‌সিন আলির মৃত্যুাতে গ‌ভীর শোক ব্যক্ত করে শোকসন্তপ প‌রিবারব‌র্গের প্রতি সম‌বেদনা জ্ঞাপন ক‌রে‌ছেন সলগই বাজার ক‌মি‌টি সহ ভি‌ডি‌পি ক‌মি‌টির প‌ক্ষে অম্বিকা বৈদ্য, কান্তাপ্রসাদ যাদব, রামচন্দ্র গোয়ালা, মঙ্গলপ্রসাদ কৈরি, মলয় দাস, প্রণয় বৈদ্য, গ‌ণেশ বৈদ্য, চম্পক বৈদ্য, সা‌ব্বির আহমেদ, আফজল হো‌সেন, ‌বিমল দত্ত প্রমুখ।

উল্লেখ্য, নিহত ইয়া‌সিন আলি রেখে গেছেন স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা এবং বহু আত্মীয়স্বজন।

Show More

Related Articles

Back to top button