Barak Valley

পাথারকান্দিতে দিব্যাঙ্গদের সহায়তা প্রদানে মূল্যায়ন শিবির

পাথারকান্দি : পাথারকান্দি রবীন্দ্র ভবনে মঙ্গলবার দিব্যাঙ্গদের সহায়ক সামগ্রী প্রদানের উদ্দেশ্যে এক হিতাধিকারী মূল্যায়ন শিবির অনুষ্ঠিত হয়েছে৷ কেন্দ্র সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের অধীনস্থ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রাষ্ট্রীয় শারীরিক দিব্যাঙ্গজন প্রতিষ্ঠান ও করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং DDRC করিমগঞ্জ ও সক্ষম সংস্থার সহযোগিতায় ADIP প্রকল্পের অধীনে এই শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে প্রায় দুই শতাধিক হিতাধিকারী উপস্থিত ছিলেন৷ এরমধ্যে সঠিক নথিপত্র থাকা ৪৮ জনকে বিভিন্ন সামগ্রী প্রদানের জন্য বাছাই করে দিল্লি থেকে আগত বিশেষজ্ঞরা৷ শিবিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে CDPO নবজ্যোতি কলিতাও উপস্থিত ছিলেন৷ শিবির আয়োজনে ছিলেন সুরজ কুমার কানু, জয়গনেশ সালিয়া, অনিরুদ্ধ মজুমদার, সঞ্জয় সিংহা, পিনাক দাস ও পঙ্কজ শ্যাম প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button