Barak Valley

পাথারকান্দিতে নাট্যজনের দোল উত্‍সব

পাথারকান্দি : লাল নীল আবির মাখিয়ে নাচ-গানের মধ্য দিয়ে মঙ্গলবার দোল উত্‍সব পালিত হল পাথারকান্দিতে। এদিন স্থানীয় প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুলের খেলার মাঠে পাথারকান্দি নাট্যজনের ব্যপস্থাপনায় এই দোল উত্‍সবের শুভ উদ্বোধন করেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক নরেন্দ্রচন্দ্র দাস।পরে একে একে উত্‍সবে আগত প্রধান অতিথি সহ শিল্পীরা রাধাকৃষ্ণের যুগল মূর্তির চরণে আবির এবং নৃত্যাঞ্জলি অর্পণ করেন।

পরবর্তীতে অস্থায়ী মক্তমঞ্চে নতুন প্রজন্মের বেশকিছু নৃত্য শিল্পীরা বেশক”টি সমবেত ও একক নৃত্য পরিবেশন করে উত্‍সবকে আরও প্রাণবন্ত করে তোলেন।এদের মধ্যে ছিলেন শিশু শিল্পী সৃজিতা সেন,কনিষ্কা দেবনাথ,নেহা মজুমদার,নবনীতা দাস,রিমা দেব, অনন্যা শর্মা ও অরিহা দাস।তাছাড়া সমবেত নৃত্য পরিবেশন করেন করিমগঞ্জ ”পরণ দ্য ব্যলেশপ”-এর শিল্পী জাহ্নবী ভট্টাচার্য,ময়ুরী চক্রবর্তী ও মনিকা বর্দ্ধন।পাথারকান্দি লিটিল কালচারাল গ্রুপের শিল্পী রুচিতা দেব,কনিষ্কা দেবনাথ ও হেমা দেবনাথ।পাথারকান্দি হলি চিলড্রেন স্কুলের পক্ষ থেকে শিল্পী ময়ুরাক্ষী দে,অন্বেষা দে,অঙ্কিতা দাস ও অলিকা দে।

সংক্ষিপ্ত নৃত্যানুষ্ঠান শেষে উত্‍সব স্থলে উপস্থিত সবাই মেতে উঠেন আবির খেলায়।তত্‍সঙ্গে বি‌বিধ গানের প্রদর্শীত হয় সমবেত ঝুমুর ও ধামাইল নৃত‌্য।এ‌দিন পাথারকান্দি নাট্যজনের প‌ক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন ক‌রেন নবজিত্‍ রায়,বিপ্রজিত্‍ দাস,মৃণ্ময় রায়,সব্যসাচী নাথ, অমিত পাল,অরিহা দাস,আয়ুশ দাস এবং অঙ্কিতা রায় প্রমুখ।অনুষ্ঠানটি সচারুরুপ প‌রিচালনা ক‌রেন নাট্যজনের সাধারণ সম্পাদক তথা নাট্যকর্মী রাজেশ দে।আবৃত্তি করে শোনান বাচিক শিল্পী উত্‍পলা দেব।উপস্থিত ছিলেন কাছাড় জেলার রাষ্ট্রীয় মিশনের জেলা প্রোগ্রাম ম্যানেজার রাহুল ঘোষ,পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিপিএম সৌমেন্দ্র দাস, নাট্যজনের সভানেত্রী স্মিতা দাস,বিশিষ্ট সমাজকর্মী তথা চতুরঙ্গ সংস্থার উপদেষ্টা সিদ্ধার্থশেখর পালচৌধুরী প্রমুখ।তারা প্রত্যেকেই আয়োজক সংস্থার এধরণের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন,বছর দুয়েক আগে নতুন আত্নপ্রকাশ হওয়া এই সংগঠন বরাবরই নতুন প্রজন্মের উঠতি যুবক-যুবতীদের জন্য ব্যাতিক্রমী কিছু করার পরিকল্পনা করে থাকে।

বিগত বছরের ন্যায় এবারও ঋতুরাজ বসন্তের পুন্য লগ্নে এই দোল উত্‍সবে স্থানীয় নতুন প্রজন্মের ছেলেমেয়েদের নাচ গান ও কবিতা পরিবেশনের মাধ্যমে প্রতিভা মেলে ধরার সুযোগ করে দেয় পাথারকান্দি নাট্যজন।এ‌তে খু‌শি ব‌্যক্ত ক‌রেন উপ‌স্থিত বি‌শিষ্টজ‌নেরা।

Show More

Related Articles

Back to top button