পাথারকান্দিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন বিধানসভা ভিত্তিক খেল মহারণ

পাথারকান্দি : করিমগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রাজ্য সরকার প্রচলিত খেল মহারণ ক্রীড়ানুষ্ঠানের পাথারকান্দি বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘটল বুধবার। আজ স্থানীয় মুণ্ডমালাস্থিত মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের ফাইনাল সহ পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এর আগে জিপি ভিত্তিক এই প্রতিযোগিতা শুরু হয়েছিল গত ১ নভেম্বর। পাথারকান্দি বিধানসভা কেন্দ্র ভিত্তিক খেল মহারণ প্রতিযোগিতার সমাপ্তি দিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনরা। এর আগে এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ক্রীড়া বিভাগের সহকারী অধিকর্তা নবজ্যোতি বসুমতারি তাঁর বক্তব্যে গ্রামগঞ্জে প্রতিভা সন্ধানের লক্ষ্যে সরকারের এই বৃহত্ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।
একইভাবে অনুষ্ঠানে করিমগঞ্জ জেলা স্পোর্টস অফিসার ঝিমলিরানি বরা ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলায় অধিক মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি বলেন, গ্রামেগঞ্জে যথেষ্ট প্রতিভাবান খেলোয়াড় আছে। তাঁদের উপযুক্ত অনুশীলনের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধু পড়াশোনা নয়, খেলাধুলার মাধ্যমেও ক্যারিয়ার গড়া সম্ভব।
বিধায়ক কৃষ্ণেন্দু পাল তাঁর বক্তব্যে প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিযোগী খেলোয়াড়কে এই খেল চলাকালীন নিজেদের সেরাটা দেওয়ার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি প্রতিভাবান খেলোয়াড়দের আগামীদিনে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার আগে ছেলেদের ঊর্ধ্ব ও অনূর্ধ্ব-১৯ ফুটবল ও মেয়েদের অনূর্ধ্ব-১৯ ফুটবল প্রতিযোগিতার ফাইনালের খেলা অনুষ্ঠিত হয়। দুই প্রতিদ্বন্দ্বিতাকারী দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্বের মাধ্যমে ফাইনাল খেলার সূচনা করেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা।
এদিন দৌড়, খো-খো, কাবাডি, ভলিবল এবং ফুটবল প্রতিযোগিতায় ঊর্ধ্ব ও অনূর্ধ্ব ক্যাটাগরিতে বিজয়ী এবং বিজেতাদের পুরস্কৃত করা হয়।