পাথারকান্দিতে যুবককে ঘর থেকে ডেকে নিয়ে খুন, উদ্ধার মৃতদেহ
পাথারকান্দি : ঘর থেকে ডেকে নিয়ে খুন করে বাড়ির পাশের ক্ষেতের জমিতে এক যুবকের মৃতদেহ ফেলে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে পাথারকান্দি থানার লক্ষীপুরের হাতিরগুলে৷ মৃত যুবকের নাম হুসেন আহমেদ (৩৮)৷ পেশায় রাজমিস্ত্রি৷
জানা গেছে, পাথারকান্দি থানার লক্ষীপুর হাতিরগুলের বাসিন্দা হোসেন আহমদকে বুধবার রাত ১২টা নাগাদ কে বা কারা ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়৷ এরপর রাতে তিনি আর বাড়ি ফিরেননি৷ এতে পরিবারের লোকেরাও দুশ্চিন্তায় ছিলেন৷ বৃহস্পতিবার কাকভোরে হোসেনের নিথর দেহ বাড়ির পাশের ক্ষেতের জমিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পান তাঁর মা৷ এ খবর সর্বত্র চাউর হতেই লোকজন ছুটে আসেন৷
ঘটনার খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ অকুস্থলে ছুটে আসে এবং উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয়৷ পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জের সরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়৷ ময়নাতদন্তের পর এদিনই পরিবারবর্গের হাতে মৃতদেহ সমঝে দেয় পুলিশ৷
হোসেনের পরিবারের লোকদের অভিযোগ তাঁকে কল্পনা করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে৷ তাঁর শরীরে আঘাতের চিহ্নও রয়েছে৷ মৃত হোসেনের স্ত্রী, ২ সন্তান, পিতা-মাতা, ভাই-বোন রয়েছেন৷ তাদের পরিবারের তেমন কোন পারিবারিক সমস্যাও ছিল না বলে জানান স্থানীয়রা৷ তাহলে কে তাঁকে খুন করেছে, আর কেন? এমন প্রশ্ন উঠেছে৷ এ ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকার মানুষ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷