Barak Valley

পাথারকা‌ন্দিতে যুব দিবসে দশ যুবা শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা চতুরঙ্গ-এর

পাথারকা‌ন্দি : দিনব্যাপী বি‌বিধ কার্যসূচির মধ্য দিয়ে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬২-তম জন্ম বার্ষিকীকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করল পাথারকান্দির অগ্রণী সামা‌জিক সংস্থা চতুরঙ্গ। ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের অধীন করিমগঞ্জ নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে এ উপলক্ষ্যে শুক্রবার সকালে চতুরঙ্গ তাঁদের নিজস্ব ক্লাবগৃহে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রায় শতাধিক যুবাদের নিয়ে অনুষ্ঠানের সূচনা করে।

নির্ধারিত সূচি অনুযায়ী বিশিষ্ট সঙ্গীত শিল্পী পদ্মজা সিনহার নেতৃত্বে সংগীত পরিবেশন হয়। পরে এলাকার বিভিন্ন বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে স্বামীজির জীবনী শীর্ষক এক আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি সুরজিত্‍ হোমচৌধুরীর পরিচালনায় এই কুইজ প্রতিযোগিতায় এলাকার কোরক বিকাশ সায়ন্তন বিদ্যালয়, নিউ কলেজিয়েট ইংলিশ স্কুল, হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুল, প্রতিভা বিদ্যানিকেতন, জ্ঞানদর্শন সিনিয়র সেকেন্ডারি স্কুল, প্ৰণবানন্দ বিদ্যামন্দির, সাউথ পয়েন্ট ইংলিশ স্কুল, মডার্ন ইংলিশ স্কুল, কোরক বিকাশ বিদ্যাঙ্গন ও সেন্ট্রাল পাবলিক স্কুল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান অতিথি পাথারকান্দির সার্কল অফিসার অর্পিতা দত্তমজুমদার বক্ত‌ব্যে দিবসটির তাত্‍পর্য নিয়ে বিস্তর আলোচনা করেন। তাঁর কথায়, বর্তমান যুব সমাজকে স্বামীজির জীবনাদর্শন অধ্যায়নের খুবই প্রয়োজ‌নীয়তা র‌য়ে‌ছে। স্বামীজির নি‌র্দেশিত প‌থে এগো‌তে হ‌লে নিজের কর্মের প্রতি বিশ্বাসী করে কাজ ক‌রে চল‌লে যে কোনও অভিষ্ট লক্ষ্যে পৌঁছা সম্ভব। পাশাপাশি তি‌নি এদি‌নের অনুষ্ঠা‌নে দশটি বেসরকারি স্কুলের যুবা শিক্ষক-শিক্ষকদের উত্‍সাহ প্রধানে চতুরঙ্গ-এর এই মহ‌তি প্রয়াসকে স্বাগত জানান।

আয়োজক সংস্থার প‌ক্ষে এলাকার কোরক বিকাশ সায়ন্তন বিদ্যালয়ের শান্তা সিনহা, নিউ কলেজিয়েট ইংলিশ স্কুলের সুব্রত রায়, হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুলের বিদিশা সিংহ, প্রতিভা বিদ্যানিকেতনের মুমিন আখতার, হ্যান দর্শন সিনিয়র সেকেন্ডারি স্কুলের রেশমি সিনহা, প্ৰণবানন্দ বিদ্যামন্দিরের দীপ দেব, সাউথ পয়েন্ট ইংলিশ স্কুলের শ্রেয়শ্রী সিনহা, মডার্ন ইংলিশ স্কুলের সমুজ্বল সিনহা, কোরক বিকাশ বিদ্যাঙ্গনের রিমা সিনহা ও সেন্ট্রাল পাবলিক স্কুলের রাজশ্রী সিনহার মতো নতুন প্রজন্মের মেধাবী দশ শিক্ষক-শিক্ষিকাদের উত্‍সাহ প্রদানে গলায় গামোছা সহ এক উত্‍সাহপত্র তুলে দি‌য়ে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। একইভাবে সাংস্কৃতিক ক্ষেত্রে নতুন প্রজন্মের দুই যুবক প্রতীক সিনহা ও রিমা দেবকে উত্‍সাহ প্রদান করা হয়।

এদি‌নের অনুষ্ঠা‌নে অন্যান্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিপিএম সৌমেন্দ্র দাস, সংগঠনের সদস্য সুরঞ্জন দাস, পঙ্কজ শ্যাম, সম্পাদক পীযূষকুমার দেব, সহ-সম্পাদক রাজেশ দে, প্রাক্তন সম্পাদক শুভাশিস চক্রবর্তী প্রমুখ।

Show More

Related Articles

Back to top button