Barak Valley

পাথারকান্দিতে লোডশেডিঙে দুর্ভোগ চরমে

পাথারকান্দি : ঝড়-বৃষ্টি ছাড়াই ঘন্টার পর ঘন্টা ধরে চলে লোডশেডিং৷ এতে তীব্র গরমে বৈদ্যুতিক পাখা সহ রকমারি ইলেক্ট্রিক যন্ত্র ও বিশুদ্ধ পানীয় জল যোগানে ব্যাঘাত ঘটছে৷ ফলে স্বভাবিকভাবে পাথারকান্দি APDCL কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে ভুক্তভোগী জনগণের৷

অভিযোগ মতে, এক পশলা বৃষ্টিপাতের ফলে সঙ্গে সঙ্গে কর্তন করা হচ্ছে বৈদ্যুতিক লাইন৷ পরে যথারীতি বৃষ্টি থেমে গেলেও ঘন্টার পর ঘন্টা অতিক্রান্ত হবার পরও দেখা মেলে না বিদ্যুতের৷ যার ফলে শহর এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ঘাটতি দেখা দিয়েছে৷ বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটায় জনস্বাস্থ্য কারিগরী বিভাগের তরফ থেকে সময়মতো জল সরবরাহ করতে না পারায় চাহিদা বেড়েছে বাজারের প্যাকেটজাত জলের৷

অভিযোগ মতে, গত পক্ষকাল থেকে বৃহত্তর পাথারকান্দি ও তার আশপাশ এলাকায় ব্যাপকভাবে চলছে টানা লোডশেডিং৷ এব্যাপারে বার বার সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চাইলেও কোনও সদুত্তর পাওয়া যায় না বলে অভিযোগ অসংখ্য বিদ্যুৎ গ্রাহকদের৷ এনিয়ে রীতিমতো নাজোহাল নিয়মিত বিদ্যুৎ গ্রাহকেরা৷

অভিযোগ মতে, দিনের পর দিন অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানির অধীন বিদ্যুৎ পর্ষদ প্রতিমাসে গ্রাহকদের কাছ থেকে মাশুল আদায় করলেও বিনিময়ে গ্রাহকরা ন্যায্য পরিষেবা লাভ থেকে বঞ্চিত হচ্ছেন৷ উল্টো নির্ধারিত বিল দিতে দেরি হলে ধরিয়ে দেওয়া হয় মোটা অংকের জরিমানা৷

দিনের পর দিন গ্রাহক বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে বাড়ছে ইউনিট প্রতি বিদ্যুৎ মাশুল৷ পাথারকান্দির নড়বড়ে বিদ্যুত পরিষেবা নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রায় প্রতিদিনই ব্যাপকহারে লেখালেখি চললেও এ নিয়ে কোন তৎপরতা নেই সংশ্লিষ্টদের৷ এ যেন নিধিরাম বাবুর আস্থানা, কে শোনে কার কথা৷ ফলে আজও বিদ্যুৎ যন্ত্রণার ভোগান্তি তাড়া করছে স্থানীয়দের৷

Show More

Related Articles

Back to top button